X
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
১১ আশ্বিন ১৪৩০

৯ বছরে প্রথমবার বিদ্যুতের দাম বাড়ালো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২২, ২২:৩৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৩২

বিগত নয় বছরের মধ্যে প্রথমবারের মতো বিদ্যুতের মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এই ঘোষণা দিয়েছে। এতে সবচেয়ে বেশি দাম বেড়েছে কম পরিমাণ বিদ্যুৎ ব্যবহারকারীদের। তাদের ২৬৪ শতাংশ বেশি দাম দিতে হবে। তবে বেশি বিদ্যুৎ ব্যবহারকারীরা কিছুটা কম দামে ব্যবহারের সুযোগ পাবেন।

শ্রীলঙ্কার বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিলন ইলেক্ট্রিসিটি বোর্ড (সিইবি) বেশ কয়েক বছর ধরে লস দিয়ে আসছে। মঙ্গলবার সিইবি জানিয়েছে, তাদের সমন্বিত ক্ষতির পরিমাণ ৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এই ক্ষতি কাটাতে বুধবার থেকেই বিদ্যুতের বাড়তি দাম কার্যকর হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, সিইবি আটশ’ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিলেও সরকার সর্বোচ্চ ২৬৪ শতাংশ দাম বাড়ানোয় সম্মতি দিয়েছে। মাসে ৯০ কিলোওয়াটের কম বিদ্যুৎ ব্যবহারকারী ৭৮ লাখ বাড়ির দুই-তৃতীয়াংশ সর্বোচ্চ ২৬৪ শতাংশ বাড়তি দাম দিতে বাধ্য হবে। এছাড়া বেশি বিদুৎ ব্যবহারকারীদের দিতে হবে ৮০ শতাংশ বাড়তি দাম।

শ্রীলঙ্কায় কম বিদ্যুৎ ব্যবহারকারীরা বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দেয় ২.৫০ রুপি। বর্ধিত দামে তাদের দিতে হবে ইউনিটপ্রতি আট রুপি। আর বেশি বিদ্যুৎ ব্যবহারকারীরা আগে ইউনিটপ্রতি ৪৫ রুপি করে দিয়ে এলেও এখন তাদের দিতে হবে ইউনিটপ্রতি ৭৫ রুপি করে।

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রা ফুরিয়ে যাওয়ায় অতি প্রয়োজনীয় খাবার, জ্বালানি ও ওষুধ আমদানির মতো মুদ্রাও তাদের নেই। এছাড়াও দেশটিতে চলছে অতিরিক্ত মুদ্রাস্ফীতি। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য সিইবি জ্বালানি কিনতে না পারায় শ্রীলঙ্কায় লোডশেডিং কেবল দীর্ঘই হচ্ছে।

পাঁচ হাজার একশ’ কোটি বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে গত এপ্রিলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কা সরকার। সম্ভাব্য ঋণছাড়ের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

সূত্র: এএফপি

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ক্রিমিয়ায় নৌ সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ রুশ কর্মকর্তা নিহত
হুথি হামলায় বাহরাইনের ২ সেনা নিহত, সৌদি জোটের হুঁশিয়ারি
ইউক্রেনের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি হাঙ্গেরির
সর্বশেষ খবর
খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ
কয়লাখনি দুর্নীতিখালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ
১৮০ দিনের মামলা শেষ হয় না ৫ বছরেও
১৮০ দিনের মামলা শেষ হয় না ৫ বছরেও
শুরু হচ্ছে জাহাজ চলাচল, কাল থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন
শুরু হচ্ছে জাহাজ চলাচল, কাল থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন
এজেন্সি খুলে সার্বিয়া-জর্ডান নেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা
এজেন্সি খুলে সার্বিয়া-জর্ডান নেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা
সর্বাধিক পঠিত
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নির্দেশে বিএনপি নেতার মেডিক্যাল সেন্টার বন্ধ: রিজভী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি
ডিআইজি বদলি করলেও ১৩ দিনেও থানা ছাড়েননি ওসি
আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবোও না: বিদায়ী প্রধান বিচারপতি
আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবোও না: বিদায়ী প্রধান বিচারপতি