X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

দুটি মার্কিন কোম্পানির বিরুদ্ধে মালয়েশীয় প্রবাসী শ্রমিকদের মামলা

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২২, ১৭:৩০আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৭:৩০

মালয়েশিয়ায় রাবারের গ্লাভস উৎপাদনকারী ব্রাইটওয়ে হোল্ডিংসের কয়েকজন সাবেক বাংলাদেশি শ্রমিক যুক্তরাষ্ট্রের একটি আদালতে দুটি বিদেশি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাংলাদেশি শ্রমিকদের অভিযোগ, জ্ঞাতসারে কোম্পানি দুটি ব্রাইটওয়ে হোল্ডিংয়ের জোরপূর্বক শ্রমের ব্যবহার থেকে মুনাফা করেছে।

১৩ বাংলাদেশি প্রবাসী শ্রমিকের পক্ষ থেকে মঙ্গলবার মামলাটি দায়ের করেছে ওয়াশিংটনভিত্তিক আইনি পরামর্শক গোষ্ঠী ইন্টারন্যাশনাল রাইটস অ্যাডভোকেটস (আইআরএ)। অভিযোগে বলা হয়েছে, মালয়েশিয়ায় ব্রাইটওয়ের গ্লাভস তৈরির কারখানায় জোরপূর্বক শ্রমের ব্যবহার থেকে বহুজাতিক কোম্পানি কিম্বারলি-ক্লার্ক করপোরেশন (আইসিসি) ও অ্যানসেল লিমিটেড মুনাফা করেছে। জোরপূর্বক শ্রমের বিষয়টি সম্পর্কে তারা অবগত ছিল।

বুধবার এক বিবৃতিতে আইআরএ জানায়, এই বিষয়ে দুটি কোম্পানিকে বারবার বলা হয়েছিল এবং প্রকাশ্যে তারা স্বীকার করেছিল ব্রাইটওয়ে বাধ্যতামূলক শ্রম ব্যবহার দুটি কোম্পানি স্বল্পমূল্যের গ্লাভস বিক্রি করে মুনাফা করেছে, যা সম্ভব হয়েছে ব্রাইটওয়ে গোষ্ঠী সস্তা মজুরির শ্রমিকদের কাজে লাগিয়েছিল বলে। এই শ্রমিকদের মধ্যে ছিলেন মামলার অভিযোগকারীরা। যারা মানবপাচার ও জোরপূর্বক শ্রমের শিকার হয়েছে।

আইআরএ বিবৃতি অনুসারে, ১৩ বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়া পাচার করা হয় এবং ব্রাইটওয়ে গ্রুপের একটি গ্লাভস উৎপাদন কারখানায় জোরপূর্বক কাজ করতে বাধ্য করা হয়। মালয়েশিয়ায় ভালো মজুরির ও নিরাপদ কাজের প্রতিশ্রুতিতে  তারা রিক্রুটারদের ৪ হাজার ডলার করে দিয়েছেন। মালয়েশিয়া যাওয়ার পর তাদের পাসপোর্ট জব্দ করা হয় এবং দীর্ঘ কর্মঘণ্টা কাজ করতে হয়। ছুটি প্রায় দেওয়া হতো না।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাদীদের ১২ ঘণ্টার শিফটে কাজ করতে বাধ্য করা হয়েছিল। বিশ্রাম দেওয়া হতো না। সুপারভাইজার দ্বারা প্রতিনিয়ত তারা শারীরিক ও মৌখিক নিপীড়নের শিকার হয়েছেন। তাদেরকে মারধর, হুমকি দেওয়া হতো এবং চিকিৎসা সেবা পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছিল।

উল্লেখ্য, কয়েক বছর ধরে বিশ্বের শীর্ষ ডিসপোজাল রাবার গ্লাভস উৎপাদনকারী দেশ মালয়েশিয়ার বিরুদ্ধে রাবার ও পাম তেল খাতে শ্রমিক নিপীড়নের অভিযোগ রয়েছে। এর ফলে বেশ কয়েকটি মালয়েশীয় কোম্পানি যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞায় পড়েছিল। যুক্তরাষ্ট্র ২০২১ সালের ডিসেম্বরে সন্দেহভাজন জোরপূর্বক শ্রম আদায়ের জন্য ব্রাইটওয়ে পণ্যগুলোকে আমেরিকায় প্রবেশ করা নিষিদ্ধ করেছিল। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যে এটি জোরপূর্বক শ্রমের ১১টি আন্তর্জাতিক শ্রম সংস্থার সূচকের মধ্যে ১০টি খুঁজে পেয়েছে।

সূত্র: দ্য ডিপ্লোম্যাট

 

/এএ/
সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে