X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

একাত্তর নিয়ে যা বললেন পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ১৭:১২আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৭:১২

পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়া তার মেয়াদের শেষ প্রকাশ্য ভাষণে কথা বলেছেন ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনীর পরাজয় নিয়ে। তিনি বলেছেন, সাবেক পূর্ব পাকিস্তান ছিল একটি রাজনৈতিক ব্যর্থতা, সামরিক নয়। বুধবার রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে এক বার্ষিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেশিরভাগ মানুষ ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর কর্মকাণ্ড ও পদক্ষেপ নিয়ে আলোচনা এড়িয়ে যেতে চায় বলে উল্লেখ করেছেন জাভেদ বাজওয়া।

তিনি বলেন, আমি কিছু তথ্য সংশোধন করতে চাই। প্রথমত, সাবেক পূর্ব পাকিস্তান সামরিক ব্যর্থতা ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক ব্যর্থতা।

জেনারেল জাভেদ বাজওয়া বলেছেন, ওই সময় যুদ্ধে পাকিস্তানের সেনাদের সংখ্যা ৯২ হাজার ছিল না, এই সংখ্যা ছিল মাত্র ৩৪ হাজার। বাকিরা ছিলেন সরকারের বিভিন্ন দফতরের কর্মী। ভারতীয় সেনাবাহিনীর আড়াই লাখ সেনা ও মুক্তি বাহিনীর ২ লাখ সদস্যের বিরুদ্ধে এই ৩৪ হাজার লড়াই করে।

তার দাবি, এই বিপুল প্রতিকূলতার মুখেও আমাদের সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং আত্মত্যাগের উদহারণ সৃষ্টি করেছে। যা ভারতের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মানেকশ’ স্বীকার করেছেন।

তিনি বলেছেন, দেশ এই আত্মত্যাগের মূল্য এখনও দেয়নি, যা বড় ধরনের অবিচার। এই অনুষ্ঠানের সুযোগ নিয়ে আমি সেই শহীদদের অভিবাদন জানাতে চাই এবং তা করে যাব। তারা আমাদের বীর এবং দেশের উচিত তাদেরকে নিয়ে গর্বিত হওয়া।

ছয় বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর আগামী ২৯ নভেম্বর দায়িত্ব ছাড়বেন জেনারেল জাভেদ বাজওয়া। ২০১৬ সালে তিন বছরের জন্য তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে তার দায়িত্বের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়।

বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল আসিম মুনিরের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রেসিডেন্টের কাছে তার নাম অনুমোদনের পাঠানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
অপারেশন সিঁদুরপাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফাল নিয়ে নীরব
কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প
ভারত-পাকিস্তান সংঘাত‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
সর্বশেষ খবর
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো