X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘বন্দুকযুদ্ধে’ নিহত খুনের আসামি গ্যাংস্টার অনীল দুজানা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৩, ২৩:১০আপডেট : ০৪ মে ২০২৩, ২৩:১০

ভারতের উত্তর প্রদেশের মিরাটে পুলিশের বিশেষ টাস্কফোর্সের (এসটিএফ) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন হত্যা মামলার আসামি গ্যাংস্টার অনীল দুজানা। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত হন জামিনে বাইরে থাকা খুনের দায়ে অভিযুক্ত এই অনীল।

ভারতের রাজধানী দিল্লীর বেশ কয়েকটি অঞ্চলের মানুষের কাছে এক ত্রাসের নাম ছিলেন অনীল দুজানা। প্রায় ৬০টির মতো ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন তিনি।

খুনের মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন অনীল। এক সপ্তাহ আগে জামিন পেয়ে খুনের অন্যতম প্রধান প্রত্যক্ষদর্শীকে খুনের হুমকি দেন তিনি। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, মামলার সাক্ষীকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজানা।

সূত্র জানায়, এসব তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারে অভিযানে যায় পুলিশ। এ সময় দুজানা ও তার অপরাধী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধে নিহত হন দুজানা।

মিরাটের একটি গ্রামে উঁচু গাছে ঘেরা একটি এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ বলছে, দুজানা ও তার সঙ্গীরা সেখানে লুকিয়ে ছিল এবং এসটিএফ সদস্যরা হাজির হওয়া মাত্র তারা গুলিবর্ষণ শুরু করে। পুলিশও তাৎক্ষণিক পাল্টা গুলি করে।

দুজানার বিরুদ্ধে হত্যা মামলার বেশ কয়েকজন সাক্ষী ইতোমধ্যে নিহত হয়েছেন। ফলে পুলিশের পক্ষে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করা বেশ কঠিন হয়ে পড়েছে।

ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশেই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন আরেক গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদ। পরে লাইভ চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অজ্ঞাতদের গুলিতে খুন হন গ্যাংস্টার আতিক।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, রাজ্যটিকে গ্যাংস্টার ও অপরাধীমুক্ত রাখতে সচেষ্ট তিনি। ২০১৭ সালের মার্চ থেকে রাজ্যটিতে ১৮৩ জন গ্যাংস্টার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। এছাড়া এসব গ্যাংস্টারদের গ্রেফতার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন পুলিশের ১৩ সদস্য।

সূত্র: এনডিটিভি

 

/এটি/এএ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ