X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ক্রিকেট খেলার সময় ভূমিধস, ৮ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৩, ১৪:১৯আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৪:১৯

পাকিস্তানের উত্তরাঞ্চলে বৃষ্টির পর ক্রিকেট খেলার সময় ভূমিধসে আট শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যন্ত শাংলা জেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। শুক্রবার কর্মকর্তারা এসব নিশ্চিত করেছেন।

জেলা জরুরি ইউনিট অফিসার সানাউল্লাহ খান বলেন, ‘প্রায় ১৫ জন একটি বালির ঢিবির কাছে ক্রিকেট পিচ বানিয়েছিল। বৃষ্টির পর এটি ধসে পড়লে শিশুরা সেখানে চাপা পড়ে।’

তিনি বলেন, ‘স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে অভিযানে যোগ দেয় পাকিস্তান সেনাবাহিনী। কয়েক ঘণ্টার চেষ্টার পর আটটি মৃতদেহ বের করে তারা। বাকি শিশুদের মধ্যে একজন গুরুতর আহত। বাকিরা অক্ষত ছিল।’

বিলাল খান নামে আরেক কর্মকর্তা বলেন, ‘উদ্ধারকারী দল আসার আগে গ্রামবাসীরা প্রথমে ঘটনাস্থলে ছুটে শিশুদের উদ্ধারের চেষ্টা করেছিলেন।’

গত মাস থেকে পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে আট শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে।

প্রতি বছর দক্ষিণ এশিয়ার বার্ষিক বৃষ্টিপাতের ৭০ থেকে ৮০ শতাংশ হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই বৃষ্টি লাখ লাখ কৃষকের জীবিকা এবং খাদ্য নিরাপত্তার জন্য অত্যাবশ্যক। তবে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ভূমিধস এবং বন্যাও নিয়ে আসে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এক কর্মকর্তা বলেন, ‘২৫ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে গোটা পাকিস্তানে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সময়ের মধ্যে ৮৭ জন আহত হয়েছেন।’

সরকারি তথ্য বলছে, বেশিরভাগ মৃত্যু হয়েছে পাঞ্জাব প্রদেশে। বিদ্যুৎস্পৃষ্ট এবং ভবন ধসের কারণে এই মৃত্যুগুলো হয়।

আবহাওয়া অধিদপ্তর সামনের দিনগুলোতে দেশব্যাপী আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পাঞ্জাবের প্রধান নদীগুলোর পানি বেড়ে বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া কর্মকর্তারা।

নজিরবিহীন বন্যা ধ্বংসযজ্ঞের এক বছর পর ফের ভয়াবহ দুর্যোগের মুখে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। গত মৌসুমে অস্বাভাবিক বৃষ্টি এবং হিমবাহ গলে যাওয়ায় পাকিস্তানের পার্বত্য উত্তর রেঞ্জ থেকে দক্ষিণ সমভূমিতে ভয়াবহ বন্যা হয়। এতে ১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ হয়েছে বাস্তুচ্যুত।

সূত্র: এএফপি 

/এসপি/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ