X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

‘মিয়ানমার সংকট নিরসনে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন’

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১৩:১৬আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২১:৪৩

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে রাজনৈতিক সংকটের তৃতীয় বছরে গড়িয়েছে। এই পরিস্থিতি সমাধানে সবপক্ষের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন মনে করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ক্লিন ইমেজের প্রেসিডেন্ট হিসেবে পরিচিত জোকো উইদোদো মঙ্গলবার (৮ আগস্ট) বলেছেন, তবে সমস্যা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা বাড়াচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো।

২০২১ সালে গণতান্ত্রিক পন্থি প্রধানমন্ত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। সেই থেকে দেশটির ক্ষমতায় তারা। দুর্নীতি, সহিংসতা উসকে দেওয়া, গত নির্বাচনে ভোট কারচুপিসহ ১৯টি ফৌজদারি মামলা রয়েছে সু চি’র বিরুদ্ধে। কয়েকটির রায়ে দোষী সাব্যস্ত শান্তিতে নোবেল জয়ী এই নেত্রী। রোহিঙ্গা ইস্যু ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম অস্থিরতায় দেশটি।

এমন বাস্তবতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান)-এর এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমরা জানি মিয়ানমারের পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং। তবে আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে সবপক্ষের রাজনৈতিক সদিচ্ছাটা জরুরি। তাহলেই পরিস্থিতি সমাধানে আনা সম্ভব।

জোটের ১০ দেশের প্রতিনিধিদের উদ্দেশে তিনি আরও বলেন, মিয়ানমার সংকটের একটি সমাধানের উপায় খুঁজতে সবাইকে কাজ করতে হবে।

ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মিয়ানমারকে নিয়ে গঠিত আসিয়ান জোট। আসিয়ানের সদর দফর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।

অনুষ্ঠানে তিনি বলেন, একটি বড় জাহাজ তলিয়ে যেতে পারে না, কারণ লাখ লাখ মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্বে পড়ে।

এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ান সম্মেলন। যেখানে সভাপতিত্ব করবে ইন্দোনেশিয়া। মিয়ানমারের জান্তাকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ২০২১ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের ঘটনায় বিভক্ত হয়ে পড়ে আসিয়ানের দেশগুলো।

সু চি ক্ষমতা থাকাকালে রাখাইনে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন, হত্যা, ধর্ষণ এবং বাড়ি-ঘর জ্বালিয়ে দেয় সামরিক বাহিনী। সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে পালিয়ে প্রায় ১১ লাখের মতো রোহিঙ্গা কয়েক ধাপে বাংলাদেশের কক্সবাজার, উখিয়াসহ কয়েকটি জায়গায় আশ্রয় নেয়। বিশাল জনগোষ্ঠীকে নিজ দেশে ফিরিয়ে নিতে দেশটির সামরিক বাহিনীকে বার বার অনুরোধ জানালে সাড়া দেয়নি তারা। এ নিয়ে হেগের আন্তর্জাতিক আদালতে সেনাবাহিনীর পক্ষেই কথা বলেন সু চি।  

সূত্র: দ্য ইরাবতী

/এলকে/
সম্পর্কিত
অনুসন্ধানে পুলিৎজার জিতলো রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস পেলো চারটি পুরস্কার
সামরিক বাহিনীর শীর্ষ পদগুলো কমানোর সিদ্ধান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
কাশ্মীরে হামলা৭১ সালের পর প্রথম ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ
সর্বশেষ খবর
তামাক পণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি
তামাক পণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি
প্রতিদিন আনলিমিটেড মোজো উপভোগের সুযোগ
প্রতিদিন আনলিমিটেড মোজো উপভোগের সুযোগ
ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া
ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া
ভারতের পেসারকে প্রাণনাশের হুমকি 
ভারতের পেসারকে প্রাণনাশের হুমকি 
সর্বাধিক পঠিত
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র