X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে কী ভাবছে পাকিস্তান?

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৬

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে স্থাপনে আগ্রহী এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পাকিস্তান। এমন গুঞ্জন অনেক দিন থেকেই। এ বিষয়ে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস বলেছেন, ‘পাকিস্তানের জাতীয় এবং ফিলিস্তিনের জনগণের স্বার্থ বিবেচনা করেই সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নির্ধারণ করা হবে।’ রবিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।

মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা প্রসঙ্গে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন জলিল আব্বাস। কোহেন ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজের প্রতিবেদনে বলেন, ‘৬ অথবা ৭টি ইসলামিক দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে।’

তিনি দাবি করেছেন, সম্প্রতি কয়েকটি মুসলিম দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যেসব দেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তবে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, তার দেশের কোনও কর্মকর্তাদের সঙ্গে কোহেনের সম্প্রতি সাক্ষাৎ হয়নি।

গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফলপ্রসূ বৈঠক হয়। এরদোয়ান-নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউইয়র্কে ছিলেন। সেখানকার তুর্কি হাউজে দুই দেশের প্রতিনিধি দলসহ মুখোমুখি বৈঠকে অংশ নেন তারা। দুই দেশ বাণিজ্যসহ নানা ইস্যুতে আলোচনা করেছে বলে, খবর এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

এরপরই ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের দ্রুতগতিতে সম্পর্ক উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। ফক্স নিউজকে গত বুধবার সাক্ষাৎকারে যুবরাজ  মোহাম্মদ বলেন, ‘প্রতিদিনই দুই দেশের সম্পর্ক উষ্ণ হচ্ছে। প্রতিদিনই আমরা কাছাকাছি হচ্ছি।’

এসব ঘটনায় পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, ‘অদূর ভবিষ্যৎ-পাকিস্তানকে এমন সিদ্ধান্ত যেন নিতে না হয়।’

/এলকে/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ
মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত: মুইজ্জু
আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের গুলি করছে রুশ বাহিনী
সর্বশেষ খবর
গাইবান্ধার ৫ আসনে মনোনয়নপত্র বাতিল ১৬, স্থগিত ১৮
গাইবান্ধার ৫ আসনে মনোনয়নপত্র বাতিল ১৬, স্থগিত ১৮
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
সর্বাধিক পঠিত
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী