X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে জোট সরকার গঠনে হিমশিম খাচ্ছে পিএমএলএন-পিপিপি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২২

পাকিস্তানে জোট সরকার গঠনে হিমশিম খাচ্ছে দেশটির বড় দুটি দল। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তবে এ লক্ষ্যে তাদের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও কিছু মতপার্থক্য রয়ে গেছে। এর সমাধানে সোমবার (১৯ ফেব্রুয়ারি) আবারও বৈঠক করতে যাচ্ছেন উভয় দলের নেতারা। এক নেতার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানে ২৪ কোটিরও বেশি মানুষের বাস। ধীরগতির প্রবৃদ্ধি এবং রেকর্ড মুদ্রাস্ফীতির মতো অর্থনৈতিক সংকটের সঙ্গে ক্রমবর্ধমান জঙ্গি সহিংসতায় জর্জরিত দেশটি। বিশ্লেষকরা মনে করছেন, এমন পরিস্থিতিতে দেশটির একটি স্থিতিশীল সরকার প্রয়োজন, যেটি সংকটময় মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে পারবে।

বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই ৮ ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার গঠনে দেখা দিয়েছে জটিলতা। কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনে উঠেপড়ে লেগেছে দেশটির প্রধান দুটি দল। একাধিক বিষয়ে সুরাহার জন্য দফায় দফায় চলছে আলোচনা। কিছু বিষয়ে এখনও মতানৈক্য থাকায় সোমবারও আলোচনায় বসতে যাচ্ছেন উভয় দলের নেতারা। জোট থেকে পিএমএল-এন দলের শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচিত করার পর এ নিয়ে পঞ্চম রাউন্ডের মতো আলোচনা করতে যাচ্ছে পিএমএল-এন ও পিপিপি।

সোমবারের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন শাহবাজের দলের এক সিনেটর ইসহাক দার। রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এখনও চূড়ান্ত পয়েন্টে একমত হতে পারেনি উভয় দল।’

তিনি আরও বলেন, ক্ষমতা ভাগাভাগির জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

শর্তসাপেক্ষে পিএমএল-এনকে সমর্থনের ঘোষণা করেছে বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি। তবে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শাহবাজকে সরকার গঠনের জন্য ভোট দিলেও মন্ত্রিসভায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে দলটি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দার বলেছেন, ‘এ বিষয়টি আমি নিশ্চিত করে বলতে পারি জোট সরকার গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলো।’

দল থেকে জোটের প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে ৭২ বছর বয়সী শাহবাজকে মনোনয়ন দিয়েছেন পিএমএল-এন-এর প্রধান নওয়াজ শরিফ। গত আগস্ট পর্যন্ত টানা ১৬ মাস পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শাহবাজ।

এদিকে, সাধারণ পরিষদে নির্বাচিত বৃহত্তম দল গঠন করতে যাচ্ছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত পার্লামেন্টের স্বতন্ত্র সদস্যরা। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এর ফলে আরও বেশি রাজনৈতিক উত্তেজনার মুখোমুখি হতে পারে নতুন সরকার।

দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে ইমরানের দলটির বিবাদ রয়েছে। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটে কারচুপি হওয়ার অভিযোগও করেছে পিটিআই। এ নিয়ে দেশটিতে বিক্ষোভ সমাবেশও হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’