X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

মালদ্বীপের চীনপন্থি নেতা মুইজ্জু কেন ভারতের সঙ্গে সম্পর্ক চান?

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, ০৯:০১আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৫

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতকে ‘মূল্যবান অংশীদার’ বলে অভিহিত করেছেন। তার এই সফরের উদ্দেশ্য হলো নির্বাচনকালে ভারতবিরোধী বক্তব্যের ফলে সৃষ্ট সম্পর্কোন্নয়ন। মুইজ্জুর চীনপন্থি অবস্থান ও ভারতীয় সেনাবাহিনীকে মালদ্বীপ থেকে সরিয়ে দেওয়ার প্রচারণা মালদ্বীপ ও ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে হুমকির মুখে ফেলেছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তবে ২০২৩ সালের শেষের দিকে নির্বাচনে বিজয়ী হওয়ার পর মুইজ্জু স্পষ্ট করেছেন যে, তিনি ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী এবং এ বিষয়ে দিল্লিও একমত বলে মনে হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত মহাসাগরীয় অঞ্চলে মালদ্বীপ আমাদের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী।’ এই মন্তব্যের মাধ্যমে মুইজ্জুর পাঁচ দিনের ভারত সফরের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

মুইজ্জুর সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল?

মুইজ্জুর এই সফর শুধু ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনেরই প্রতীক নয়, বরং আঞ্চলিক ভূকৌশলগত সমীকরণেও বড় পরিবর্তন নির্দেশ করছে।

মুইজ্জুকে লালগালিচায় স্বাগত জানানো হয়। তার ব্যস্ত সফরসূচির মধ্যে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকসহ ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল জ্বালানি, বাণিজ্য, আর্থিক সংযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা। এছাড়া উভয় দেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে।

বৈঠকের পর মোদি জানান, ভারত মালদ্বীপে অবকাঠামো প্রকল্প উন্নয়নে সহায়তা করবে। এর অংশ হিসেবে ভারতের ৪০০ মিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় চুক্তি অনুমোদিত হয়েছে। যা মালদ্বীপের আর্থিক সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন মুইজ্জু। তিনি এই চুক্তিকে মালদ্বীপের বৈদেশিক মুদ্রার সমস্যা সমাধানে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট মুইজ্জু হানিমাডহু আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে ভার্চুয়ালি উদ্বোধন করেন। যা দুই দেশের বন্ধুত্বের আরেকটি নিদর্শন।

মালদ্বীপের চীনপন্থি নেতা মুইজ্জু কেন ভারতের সঙ্গে সম্পর্ক চান?

কেন মালদ্বীপের প্রেসিডেন্ট ভারত সফর করছেন?

মালদ্বীপ বর্তমানে বাজেট ঘাটতি ও ঋণের বোঝার মুখোমুখি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪৪০ মিলিয়ন ডলারে নেমে আসায় দেশটি ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের শাসনামলে চীনের কাছ থেকে বিশাল ঋণ গ্রহণের ফলে মালদ্বীপ এখন চীনের কাছে ১৩৭ কোটি ডলার ঋণী।

মুইজ্জু জানুয়ারিতে বেইজিং সফর করেন এবং চীনের সঙ্গে অবকাঠামো ও জলবায়ু বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছেন। তবে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। ঐতিহাসিকভাবে মালদ্বীপ ও ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। ইয়ামিন চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুললেও মুইজ্জু ভারতের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

ওয়াশিংটনের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান আল জাজিরাকে বলেছেন, মুইজ্জু মালদ্বীপের ভারত ও চীনের মধ্যে সম্পর্কের ভারসাম্য উন্নত করার চেষ্টা করছেন।

কুগেলম্যান আরও বলেন, মুইজ্জু প্রতিরক্ষা ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক হলেও অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।

মালদ্বীপের চীনপন্থি নেতা মুইজ্জু কেন ভারতের সঙ্গে সম্পর্ক চান?

মালদ্বীপের অর্থনীতির একটি বড় অংশই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। যা দেশটির জিডিপির প্রায় এক-তৃতীয়াংশ জোগান দেয়। করোনা মহামারির প্রভাব এবং পরবর্তীতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন দেশটির পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে। ২০২৩ সালে ২ লাখ ভারতীয় পর্যটক মালদ্বীপ সফর করলেও মুইজ্জুর নির্বাচনের পর সেই সংখ্যা ৪২ শতাংশ কমে যায়। এ ছাড়া ভারত মালদ্বীপের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার।

ইন্ডিয়া আউট প্রচারণা কী ছিল?

মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) ও এর মিত্র প্রোগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপ (পিপিএম) ভারতীয় সেনাবাহিনীকে মালদ্বীপ থেকে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালায়। দলগুলো দাবি করে, ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি দেশটির সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে।

তবে ভারত জানিয়েছে, তাদের বাহিনী মালদ্বীপে কেবল দুটি হেলিকপ্টার ও একটি বিমান পরিচালনার দায়িত্বে রয়েছে। কিন্তু বিরোধী দলগুলো অভিযোগ করেছে যে, মালদ্বীপে ভারতের স্থায়ী সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা রয়েছে। মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, ভারত অর্থায়িত একটি কোস্টগার্ড ডকইয়ার্ড ভারতীয় নৌবাহিনীর দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। বিরোধীরা এই ধরনের গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে পার্লামেন্টে আলোচনা না করার অভিযোগ তোলে।

মালদ্বীপে ভারত-চীন প্রতিযোগিতা

মালদ্বীপের ভূকৌশলগত অবস্থানের কারণে ভারত ও চীন উভয়েই দেশটির ওপর প্রভাব বিস্তার করতে চায়। মালদ্বীপ বিশ্বের ব্যস্ততম সামুদ্রিক পথগুলোর একটি বরাবর অবস্থিত, যা ভারত-চীন প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো দ্বীপরাষ্ট্রগুলোতে ভারতের জন্য উদ্বেগের বিষয়।

মুইজ্জুর ভারত সফর তার কৌশলগত সম্পর্ক পুনর্নির্মাণের অংশ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মুইজ্জু ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছেন। তবে মুইজ্জুর নির্বাচনি প্রচারের ‘ইন্ডিয়া আউট’ প্রচারণা জনগণের মধ্যে জনপ্রিয় ছিল।

ওয়াশিংটনের কুগেলম্যান বলেন, মুইজ্জু তার প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীকে মালদ্বীপ থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু তিনি কখনোই অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতি দেননি।

/এএ/
সম্পর্কিত
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
সর্বশেষ খবর
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
ঢাকার দুই সিটিকে একীভূত করার যৌক্তিকতা কী
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ২ রানের শ্বাসরুদ্ধকর জয়
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন