X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

দুর্নীতিগ্রস্ত দেশের ইমেজ বদলানোর অঙ্গীকার লঙ্কান প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২০

শ্রীলঙ্কার বামপন্থি প্রেসিডেন্ট আনুরা কুমারা দিসানায়েকে ব্রিটেন থেকে স্বাধীনতার বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে দেশটির ‘দুর্নীতিগ্রস্ত’ ইমেজ বদলানোর অঙ্গীকার করেছেন। মার্কসবাদী হিসেবে পরিচিত দিসানায়েকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ ও বিমান প্রদর্শনী বাদ দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। যা সরকারি কর্মকর্তাদের জন্য বিলাসবহুল ব্যয় কমানোর তার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমরা শ্রীলঙ্কার বৈশ্বিক ইমেজকে দুর্নীতিগ্রস্ত শাসনের দেশ হিসেবে পরিচিতি থেকে বদলানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অসংখ্য বাধা এবং অতীতের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার গভীরভাবে প্রোথিত ত্রুটিগুলো সত্ত্বেও, নাগরিকদের সম্মিলিত ইচ্ছায় গঠিত জনগণের সরকার অবিচলিতভাবে এগিয়ে চলেছে।

দিসানায়েকের সরকার গত বছরের শেষের দিকে দ্বিপক্ষীয় ও বেসরকারি ঋণদাতাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিলম্বিত ঋণ পুনর্গঠন চুক্তি সম্পন্ন করেছে, যা শ্রীলঙ্কাকে দেউলিয়া দেশের মর্যাদা থেকে মুক্তি দিয়েছে। ২০২২ সালের এপ্রিলে শ্রীলঙ্কা ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়, কারণ দেশটির খাদ্য, জ্বালানি, ওষুধ এবং অন্যান্য অপরিহার্য পণ্য আমদানির জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গিয়েছিল।

এই নজিরবিহীন অর্থনৈতিক সংকট তখনকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষেকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। তার উত্তরসূরি রনিল বিক্রমসিংহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২.৯ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পেয়েছিলেন।

গত সেপ্টেম্বরে নির্বাচনে বিক্রমসিংহেকে পরাজিত করে ক্ষমতায় আসা দিসানায়েকে তার পূর্বসূরির সরকারের কঠোর মিতব্যয়ী ব্যবস্থাগুলো বজায় রেখেছেন এবং চার বছরের আইএমএফ সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

দিসানায়েকে বলেন, নতুন সরকার হিসেবে গত চার মাসে আমরা একটি স্থিতিশীল অর্থনীতির ভিত্তি স্থাপন করেছি এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করেছি।

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবিলায় দিসানায়েকের সরকারের পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি দমন ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশটির ইমেজ বদলানো সম্ভব হলে তা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জন্যও একটি উদাহরণ হতে পারে।

 

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
কোচিং থেকে বিরতি নেবেন গার্দিওলা!
‘আ.লীগের পুনর্বাসন মানবো না’, হেফাজতের মহাসমাবেশে হাসনাত
‘আ.লীগের পুনর্বাসন মানবো না’, হেফাজতের মহাসমাবেশে হাসনাত
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে