ভুয়া ভারতীয় নথি নিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে গ্রেফতার হলেন এক বাংলাদেশি। ধৃত ধীরেন হালদার বাংলাদেশের যশোরের বাসিন্দা। মঙ্গলবার তাকে হাবড়া স্টেশন মোড় থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ থেকে পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে আসে ধীরেন। মঙ্গলবার হাবড়া স্টেশন চত্বরে তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। কথা বলার সময় দেখা যায় তিনি সম্পূর্ণ ওপার বাংলার উচ্চারণে কথা বলছেন। সন্দেহ হওয়ায় পুলিশ তল্লাশি চালায়। দেখা যায় বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে এদেশে এলেও তার কাছে রয়েছে জাল আধারকার্ড। এরপরেই তাকে গ্রেফতার করা হয়। দেখা যায় পাসপোর্ট নিয়ে এদেশে এলেও তিনি নিজের এবং তার পরিবারের লোকেদের জন্য একাধিক ভারতীয় নথি তৈরি করেছে।
এছাড়া হাবড়া ও আশপাশের এলাকায় তিনি জায়গা-জমিও কিনে রেখেছেন। ভারতীয় ব্যাংকে রয়েছে তার অ্যাকাউন্ট।
প্রাথমিক তদন্তে পুলিশের কাছে ধীরেন জানান, কুম্ভে পুন্যস্নান করতেই এবার বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তিনি।
ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।