বাংলাদেশের সব ইস্যু গণতান্ত্রিক উপায়ে এবং সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছে ভারত। শুক্রবার (৭ মার্চ) নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এই মন্তব্য করেছেন।
জয়সওয়াল বলেন, তারা একটি ‘স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল’ বাংলাদেশের পক্ষে, যেখানে সব ইস্যু গণতান্ত্রিক উপায়ে সমাধান করা হবে।
জয়সওয়াল বাংলাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গুরুতর অপরাধের দায়ে দণ্ডিত সহিংস চরমপন্থিদের মুক্তি দেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’
বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা কলকাতায় যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠক করেছেন। সেখানে আগামী বছর নবায়নযোগ্য ৩০ বছর পুরনো গঙ্গা পানিবণ্টন চুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে আলোচনা হয়েছে।
মুখপাত্র জয়সওয়াল বলেন, দুইপক্ষ গঙ্গা পানিবণ্টন চুক্তি, পানিপ্রবাহ পরিমাপ এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করেছে।
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা প্রসঙ্গে জয়সওয়াল বলেন, তারা আশা করেন বাংলাদেশ হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সব দোষীদের বিচারের আওতায় আনবে এবং এ ধরনের ঘটনাগুলো তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করবে।