X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ২১:৩২আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২১:৩২

চীনের রাষ্ট্রীয় কাউন্সিল ইনফরমেশন অফিস বুধবার ‘চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সংক্রান্ত কিছু বিষয়ে চীনের অবস্থান’ শীর্ষক একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। চীন সরকারের পক্ষ থেকে প্রকাশিত এই দলিলে চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বাস্তব তথ্য উপস্থাপন ও সংশ্লিষ্ট বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিএমজি এ খবর নিয়েছে।

শ্বেতপত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে একতরফা নীতি ও প্রতিরক্ষামূলক প্রবণতা বাড়তে থাকায় দুই দেশের স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

২০১৮ সালে বাণিজ্য বিরোধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ৫০ হাজার কোটি ডলারের বেশি চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে এবং ধারাবাহিকভাবে এমন নীতি গ্রহণ করেছে, যার উদ্দেশ্য চীনকে দমন ও নিয়ন্ত্রণ করা। সর্বশেষ, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রয়েছে ‘ফেন্টানিল ইস্যু’কে অজুহাত হিসেবে ব্যবহার করে আরোপিত শুল্ক, ‘পারস্পরিক শুল্ক’ এবং বিদ্যমান শুল্কের ওপর আরও ৫০ শতাংশ বাড়তি শুল্ক।

চীনের শ্বেতপত্রে বলা হয়, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের একঘরে ও জোর খাটানো নীতির বহিঃপ্রকাশ, যা মুক্ত বাজার অর্থনীতি ও বহুপাক্ষিকতার নীতির পরিপন্থি।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের জবাবে চীন জোরালো পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় সচেষ্ট থেকেছে। পাশাপাশি, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে, যার লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল করা।

চীনের শ্বেতপত্রে আরও বলা হয়, চীন সবসময় বিশ্বাস করে, চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পারস্পরিক লাভজনক এবং উভয় পক্ষের জন্য সুফল বয়ে আনে।

দুটি ভিন্ন স্তরের উন্নয়নধারায় থাকা এবং ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার দুটি বড় দেশের মধ্যে কিছু মতপার্থক্য ও দ্বন্দ্ব থাকাই স্বাভাবিক। তবে একে অপরের প্রধান স্বার্থ ও মৌলিক উদ্বেগকে সম্মান জানানো, এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান খোঁজাই একমাত্র পথ — এমনটিই বলেছে চীন।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপগাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
এরদোয়ানকে অপমানের অভিযোগে তুরস্কে সুইডিশ সাংবাদিকের কারাদণ্ড
পহেলগামে হামলাকাশ্মীর নিয়ে পাকিস্তানি সেনাপ্রধানের পুরনো বক্তব্যে ভারতে ক্ষোভ
সর্বশেষ খবর
প্রবাসীর শখের বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা
প্রবাসীর শখের বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা
চট্টগ্রামে খাল-নালার ৫৬৩ স্থান ঝুঁকিপূর্ণ, দেওয়া হচ্ছে বাঁশের বেড়া
চট্টগ্রামে খাল-নালার ৫৬৩ স্থান ঝুঁকিপূর্ণ, দেওয়া হচ্ছে বাঁশের বেড়া
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট