X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় ইউটিউবার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৫, ১৮:০৩আপডেট : ১৯ মে ২০২৫, ১৮:৩৪

ভারতের হরিয়ানা রাজ্যের প্রভাবশালী ইউটিউবার ও ভ্রমণ ব্লগার জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ দাবি করছে, তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং স্পন্সরড সফরে একাধিকবার দেশটিতে ভ্রমণ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হরিয়ানার হিসার জেলার পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান বার্তা সংস্থা এএনআইকে জানান, জ্যোতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং পাকিস্তানি নাগরিকদের সঙ্গে নিয়মিত কথা বলতেন। পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার সঙ্গেও তার যোগাযোগ ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে জ্যোতি মালহোত্রার পরিবার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। তার বাবা বলেছেন, জ্যোতি কোনোভাবেই গুপ্তচর নন। তিনি যথাযথ অনুমতির মাধ্যমেই পাকিস্তানে গিয়েছিলেন। তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি শুধু সংস্কৃতি বিনিময়ের কাজ করে এসেছেন।

ইউটিউবে ৩ লাখ ৭৭ হাজার সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ১ লাখ ৩৩ হাজার ফলোয়ার রয়েছে জ্যোতির। নিজেকে ‘পুরোনো চিন্তাধারার আধুনিক মেয়ে’ হিসেবে বর্ণনা করেন তিনি।

জ্যোতির বিভিন্ন ভিডিওতে তাকে বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াসহ বহু দেশে ভ্রমণ করতে দেখা গেছে। ভারতে তিনি হিন্দু ও শিখ ধর্মীয় স্থানেও ঘুরেছেন। তবে পুলিশ বলছে, তার ভ্রমণের তথ্য প্রকাশিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

পুলিশ দাবি করছে, ২০২৩ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে ভিসা নিতে গিয়ে তিনি প্রথম আহসান-উর-রহিম নামের এক পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ওই কর্মকর্তা চলতি মাসের ১৩ তারিখে ভারত ছাড়তে বাধ্য হন। ভারত সরকার অভিযোগ করে, তার কার্যকলাপ কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত ছিল। এর জবাবে পাকিস্তানও ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তাকে বহিষ্কার করে।

মার্চে জ্যোতির সর্বশেষ ভিডিওতে তাকে পাকিস্তান হাইকমিশনের রমজানের ইফতার আয়োজনে দেখা যায়। অন্যান্য ভিডিওতে তাকে পাকিস্তানে হিন্দু ও শিখ মন্দির পরিদর্শন, স্থানীয় বাজারে ঘোরা ও সাধারণ মানুষের সঙ্গে আলাপ করতে দেখা গেছে।

শশাঙ্ক কুমার সাওয়ান বলেন, তিনি অন্যান্য ইউটিউবারের সঙ্গেও যোগাযোগ রাখতেন। পাকিস্তানে তার স্পন্সরড সফরগুলো নিয়ে আমরা আরও অনুসন্ধান চালাচ্ছি। যদিও তার সরাসরি কোনও সামরিক তথ্যপ্রবাহে সম্পৃক্ততা নেই, তবু আমরা নিশ্চিত যে তিনি একটি বৃহত্তর যোগাযোগ নেটওয়ার্কের অংশ।

জ্যোতির এই গ্রেফতার এমন এক সময়ে এলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছায়। চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মিরের পর্যটনকেন্দ্র পাহেলগামে সন্ত্রাসী হামলায় একাধিক পর্যটকের মৃত্যু হয়। এর প্রতিক্রিয়ায় ৭ মে পাকিস্তানের ভূখণ্ডে কথিত সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালায় ভারত। পাকিস্তান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।

চার দিন ধরে চলা ওই সংঘাতের পরে ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়।

ভারত ও পাকিস্তানের মধ্যে গুপ্তচর সন্দেহে গ্রেফতারের ঘটনা নতুন নয়। তবে এক জনপ্রিয় ইউটিউবারকে কেন্দ্র করে এমন অভিযোগ নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। জ্যোতির বিরুদ্ধে মামলা এখন তদন্তাধীন। তবে এই ঘটনাটি দুই দেশের মধ্যে ক্রমাগত উত্তেজনার ইঙ্গিত বলেই বিবেচিত হচ্ছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
গুজরাটে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার চিঠি
গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন আলোচনা
ভুতুড়ে শিবিরে রূপ নিচ্ছে পশ্চিম তীরের ক্যাম্পগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো