X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

কবি নজরুলের পাণ্ডুলিপি ও সম্পত্তি সংরক্ষণে আর্থিক অনিয়মের অভিযোগ

রক্তিম দাশ, কলকাতা 
০৮ জুলাই ২০২৫, ১৯:৫৯আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৯:৫৯

কবি কাজী নজরুল ইসলামের পাণ্ডুলিপি থেকে শুরু করে বিদ্রোহী কবি ও কবি পত্নী ব্যবহৃত সামগ্রী রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? এবার উঠলো সেই প্রশ্ন। পশ্চিমবঙ্গের বর্ধমানে কবির জন্মভিটে চুরুলিয়ায় এক সাংবাদিক সম্মেলন করে তার ভাইপো কাজী আলি রেজা ও নাতনি সোনালী কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কবির ব্যবহৃত সামগ্রী কুক্ষিগত করে আর্থিক তছরূপের অভিযোগ আনলেন। রক্ষণাবেক্ষণের টাকা কোথায় গেলো জানতে চাইলেন তারা।

কাজী আলি রেজা বলেন, নজরুলের ভিটে সংস্কারের জন্য আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ১০ লক্ষ রুপি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী ৫ লক্ষ রুপি অনুদান দেন। সেই টাকা কোথায় গেলো? 

সোনালি কাজী এবং আলি রেজার এই অভিযোগ অস্বীকার করে নজরুল অ্যাকাডেমির অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনার। তিনি বলেন, এখন নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রয়েছে অ্যাকাডেমির সবকিছু। মিউজিয়াম সংস্কারের কাজ চলা তার ব্যাবহৃত সব সামগ্রী চুরুলিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এর পিছনে অন্য কোনও অসৎ উদ্দেশ্য নেই। তবে সাংসদ বা বিধায়ক কারও বক্তব্য এখনও মেলেনি।

২০২০ সালে কাজী নজরুল ইসলামের জন্মভিটে চুরুলিয়ায় অবস্থিত নজরুল অ্যাকাডেমি অধিগ্রহণ করে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। রানিগঞ্জ রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ঠিক হয় যা কিছু রক্ষণাবেক্ষণ করার মতো, তেমন সব কিছুই এখানে রক্ষিত থাকবে। বিশ্বভারতীতে যেমন কবিগুরুর ব্যবহৃত জিনিসপত্র রক্ষণাবেক্ষণ করা আছে, নজরুল সেন্টার ফর সোস্যাল এন্ড কালচারাল স্টাডিজও সেই কাজ করবে।

চুরুলিয়া নজরুল অ্যাকাডেমি কর্তৃপক্ষ তথা কবির পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে বারবার এই অ্যাকাডেমি অধিগ্রহণের আবেদন জানিয়ে ছিলেন বলে দাবি তাদের। কবির হাতের লেখা, গান-বাজনার যন্ত্রপাতি, পদক, বইসহ যাবতীয় অন্য জিনিস রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়ে না ওঠায় তারা সরকারের কাছে এটি অধিগ্রহণ করার আর্জি জানিয়েছিলেন।

জানা গেছে, নজরুলের ওই জন্মভূমিতে রয়েছে একটি গ্রন্থাগার, সংগ্রহশালা, জমি-জায়গা। নজরুল বিশ্ববিদ্যালয় এই সব কিছু অধিগ্রহণ করে দেখভালের জন্য। নজরুল অ্যাকাডেমি চেয়েছিল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কবির জন্মভূমিতেই হোক। তা কিন্ত হয়নি।

চুরুলিয়ার নজরুল অ্যাকাডেমিতে বসে কবির পরিবার এখন অভিযোগ করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখান থেকে মিউজিয়াম হটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে কবির জন্মভিটে। দেশ-বিদেশের মানুষ আসেন। মিউজিয়ামটি অন্যত্র তুলে নিয়ে গেলে চুরুলিয়ার আর কোনও অস্তিত্ব থাকবে না।

যদিও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনার বলেন, রাজ্য সরকার দেড় কোটি রুপি অনুমোদন করেছেন বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম ভিটে সংগ্রহশালা সংরক্ষণের জন্য। সেই টাকায় চুরুলিয়ার আমুল পরিবর্তন হবে। সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। চুরুলিয়াতেই মিউজিয়াম হবে। আপাতত কবির গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। কারণ পুরানো বিল্ডিং বা ভবনটি সংস্কার হবে। সংস্কারের পর জিনিসপত্র নিয়ে আসা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কবির পরিবারের একাংশ কবিকে কুক্ষিগত করে রাখতে চাইছেন কিন্তু কবি নজরুল ইসলাম সবার। আর চুরুলিয়া নজরুল অ্যাকাডেমির অস্তিত্ব নেই এখন। এখানে কোনও বিতর্ক নেই।

 

 

/এএ/
সম্পর্কিত
গুজরাটে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার চিঠি
গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন আলোচনা
ভুতুড়ে শিবিরে রূপ নিচ্ছে পশ্চিম তীরের ক্যাম্পগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো