মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মালয়েশিয়ায় আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সাইড লাইনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর কয়েক ঘণ্টা আগে রাশিয়া আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় পরিসরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত দুজন নিহত হন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
সম্প্রতি ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন সংক্রান্ত বক্তব্যকে ‘বাজে কথা’ বলে অভিহিত করেছিলেন। ট্রাম্প বলেছিলেন, আমরা ইউক্রেনকে আরও অস্ত্র পাঠাবো, তারা যেন আত্মরক্ষা করতে পারে।
রুবিও ও ল্যাভরভ এর আগে ফেব্রুয়ারিতে সৌদি আরবে সাক্ষাৎ করেছিলেন। ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতা বাড়ার পর সেটিই ছিল তাদের প্রথম সামনাসামনি বৈঠক। এরপর তারা একাধিকবার টেলিফোনেও কথা বলেছেন।
মালয়েশিয়া সফর শেষে ল্যাভরভ উত্তর কোরিয়া যাবেন। মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সম্পর্ক গভীর হওয়ার প্রেক্ষাপটে এটি হবে সর্বশেষ উচ্চপর্যায়ের সফর। উত্তর কোরিয়া এখন রাশিয়ার অন্যতম প্রধান মিত্র হয়ে উঠেছে। তারা কুরস্ক অঞ্চলে হাজার হাজার সেনা পাঠিয়েছে এবং রুশ বাহিনীকে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে।
রুবিওর এশিয়া সফর এমন সময়ে হলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়াসহ ২০টির বেশি দেশের ওপর ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তামা আমদানির ওপর ৫০ শতাংশ এবং ওষুধের ওপর সম্ভাব্য ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি।
মালয়েশিয়ায় সাংবাদিকদের রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না। পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া আমাদের অগ্রাধিকার।