X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

গাজায় পুষ্টি সহায়তা নিতে আসা শিশুদের ওপর হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৫, ২১:৩৭আপডেট : ১০ জুলাই ২০২৫, ২১:৩৭

গাজায় একটি চিকিৎসাকেন্দ্রের সামনে পুষ্টি সহায়তা নিতে লাইনে দাঁড়ানো শিশু ও নারীদের ওপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন শিশু ও ২ জন নারী রয়েছেন বলে জানিয়েছে দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতাল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন ত্রাণ সংস্থা প্রজেক্ট হোপ পরিচালিত অলতাইয়ারা স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিতরণের সময় বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, নিহতদের দেহ হাসপাতালে এনে সারি করে মেঝেতে শুইয়ে রাখা হয়। চিকিৎসকেরা রক্তাক্ত শিশুদের প্রাথমিক চিকিৎসা দিতে ব্যস্ত ছিলেন।

সংস্থাটির প্রেসিডেন্ট রাবিহ তোরবে এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের ‘চরম লঙ্ঘন’ বলে আখ্যা দিয়ে বলেছেন, আজ সকালে নিরীহ পরিবারগুলো লাইনে দাঁড়িয়ে চিকিৎসাকেন্দ্র খোলার অপেক্ষায় ছিল। আর তখনই তাদের ওপর নির্মমভাবে হামলা চালানো হলো। এটি মর্মান্তিক ও ভয়াবহ।

প্রত্যক্ষদর্শী ইউসুফ আল-আইদি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হঠাৎ ড্রোনের শব্দ শুনি, তারপরই বিস্ফোরণ। এরপর মাটিতে কম্পন অনুভব করি, চারপাশে শুধু রক্ত আর কানফাটানো চিৎকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিবিসি কর্তৃক যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে রক্তাক্ত শিশু ও প্রাপ্তবয়স্করা নিথর পড়ে আছেন, কেউ কেউ মুমূর্ষু অবস্থায় ছটফট করছেন।

হাসপাতালের হিমঘরে স্বজনেরা নিহত শিশুদের সাদা কাফনে মুড়িয়ে কাঁদতে কাঁদতে জানাজার প্রস্তুতি নিচ্ছিলেন। এক নারী বলেন, আমার অন্তঃসত্ত্বা ভাগনি মানাল এবং তার মেয়ে ফাতিমা নিহত হয়েছে। মানালের ছেলে এখন আইসিইউতে।

তিনি আরও বলেন, তারা লাইনে দাঁড়িয়েছিল শিশুদের জন্য পুষ্টিসামগ্রী নেওয়ার জন্য। হঠাৎই হামলা হলো।

আরেক নারী ক্ষোভের সঙ্গে বলেন,  কোন অপরাধে তাদের হত্যা করা হলো? সারা বিশ্বের চোখের সামনে আমরা মরছি। কেউ হামলায়, কেউ সহায়তা নিতে গিয়ে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা হামাসের নুখবা ফোর্স-এর এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় জড়িত ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় বেসামরিক হতাহতের খবর সম্পর্কে আমরা অবগত এবং ঘটনার তদন্ত চলছে।

একই দিনে গাজার দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা আল-মাওয়াসিতে একটি শিবিরে ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স জানায়, সেখানে তিন শিশুর মরদেহ ধ্বংসস্তূপ ও বালুর নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে দোহায় কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চললেও এখনও বড় কোনও অগ্রগতি হয়নি। বুধবার রাতে ওয়াশিংটনে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, সমঝোতা হলে তা হতে পারে ৬০ দিনের যুদ্ধবিরতি। হামাসকে নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হবে। হামাস তা না মানলে ইসরায়েল আবার সামরিক অভিযান চালাবে।

অন্যদিকে হামাস বলেছে, তারা ১০ জন জিম্মি মুক্ত করতে রাজি হলেও একটি পূর্ণাঙ্গ চুক্তি ছাড়া যুদ্ধবিরতির প্রশ্নই আসে না। দলটি ইসরায়েলকে ‘অযৌক্তিক ও একগুঁয়ে’ বলেও অভিযুক্ত করেছে।

৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হওয়ার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর পর থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। চরম খাদ্য, জ্বালানি ও ওষুধ সংকটে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে।

/এএ/
সম্পর্কিত
কিয়েভে ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা
মধ্যপ্রাচ্যে এখনও ফ্লাইট চালু হয়নি বিভিন্ন এয়ারলাইন্সের
ল্যাভরভকে রুবিও’র স্পষ্ট বার্তাইউক্রেন ইস্যুতে অগ্রগতির অভাবে ‘হতাশ’ যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
বিপর্যয় নয়, এবারের ফল বর্তমান বাস্তবতা
বিপর্যয় নয়, এবারের ফল বর্তমান বাস্তবতা
সাবালেঙ্কাকে চমকে দিয়ে ফাইনালে আনিসিমোভা, প্রতিপক্ষ শিয়াটেক
সাবালেঙ্কাকে চমকে দিয়ে ফাইনালে আনিসিমোভা, প্রতিপক্ষ শিয়াটেক
চীন সফরে জামায়াতের প্রতিনিধিদল
চীন সফরে জামায়াতের প্রতিনিধিদল
মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা