সম্প্রতি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় গুপ্তচরবৃত্তির ব্যাপারে সতর্কতা আরও জোরদার করেছে চীন। কারণ সম্প্রতি বেইজিং তিনটি গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্র উদঘাটন করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিবৃতিতে চীন জানিয়েছে, তিনটির মধ্যে একটি মামলায় একজন সরকারি কর্মচারীর বিদেশি এক গুপ্তচরের ‘মোহনীয় সৌন্দর্যের’ ফাঁদে পড়ার ঘটনাও রয়েছে। ফলে সরকারি কর্মকর্তাদের প্রতি বাড়তি সতর্কতা জারি করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি গুপ্তচররা ‘চীনে অনুপ্রবেশ ও গোপন তথ্য চুরিতে ক্রমেই সক্রিয় হয়ে উঠেছে এবং তারা মূলত সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করছে।’
তবে তারা এই ষড়যন্ত্রের পেছনে থাকা কোনও দেশের নাম প্রকাশ করেনি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছু কর্মকর্তার মধ্যে বিশ্বাসের ঘাটতি, শৃঙ্খলার অভাব ও নিয়ম মানার সচেতনতা দুর্বল হওয়ায় গোপন তথ্য ফাঁস হয়ে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
একটি ঘটনায় বলা হয়, ‘লি’ নামের এক প্রাদেশিক সরকারি কর্মচারী কর্মসূত্রে বিদেশ সফরের সময় একটি ‘সুনির্দিষ্টভাবে সাজানো হানিট্র্যাপে’ পড়েন। বিদেশি গুপ্তচরের মোহনীয় রূপের প্রতি আবেগ প্রতিরোধ করতে না পেরে লি পরে ‘ঘনিষ্ঠ মুহূর্তের ছবি’ দিয়ে ব্ল্যাকমেইলের শিকার হন এবং দেশে ফেরার পর সরকারি নথিপত্র হস্তান্তর করতে বাধ্য হন।
বিবৃতি অনুসারে, গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরেকটি মামলায় ‘হাউ’ নামের এক পৌর কর্মকর্তা, যার আসক্তির কারণে হারানো সঞ্চয় পুনরুদ্ধারের জন্য গোপনে গোপন নথির ছবি তুলে সেগুলো বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করেন। পরে হাউকে ‘ফৌজদারি দায়িত্বে’ নেওয়া হয়, যদিও তার সাজা স্পষ্ট করা হয়নি।
মন্ত্রণালয় জানায়, তৃতীয় মামলায় একজন মেধাবী তরুণ কর্মকর্তা তার আত্মীয়কে গোপন তথ্য শেয়ার করেন। ওই আত্মীয় সেই তথ্যের ছবি তুলে বিদেশি গুপ্তচর সংস্থার কাছে পাঠান। এরপর ওই কর্মকর্তাকে চাকরি হারাতে হয়।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘যদি আমাদের আদর্শ ও বিশ্বাস দৃঢ় না হয়... তাহলে আমরা একসময় বিদেশি গুপ্তচর সংস্থার তৈরি করা অপরাধের গভীর খাদে পড়ে যেতে পারি।’
চীন ও যুক্তরাষ্ট্র বহুদিন ধরে একে অপরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করে আসছে। চীনে এই অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
গত মাসে বেইজিং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএকে ‘অযৌক্তিক’ ও ‘অপেশাদার’ ভিডিওর মাধ্যমে চীনা নাগরিকদের নিয়োগের চেষ্টা করার অভিযোগ তোলে।
এপ্রিল মাসে চীনা নিরাপত্তা কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারিতে হারবিন শহরে অনুষ্ঠিত এশিয়ান উইন্টার গেমসে সাইবার আক্রমণের ঘটনায় তারা তিন জন মার্কিন গোপন এজেন্টকে অভিযুক্ত করেছে।
এছাড়াও মার্চে নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশি শক্তির কাছে ফাঁস করার অভিযোগে এক সাবেক প্রকৌশলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।