X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ম্যাক্রোঁ’র আমন্ত্রণে ফ্রান্স যাচ্ছেন পুতিন

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৭, ২২:৪২আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:৪১

ম্যাক্রোঁ’র আমন্ত্রণে ফ্রান্স যাচ্ছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফ্রান্স সফরের আহ্বান জানিয়েছেন দেশটির সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দুই দেশের মধ্যেকার সম্পর্কের বর্তমান টানাপোড়েন প্রশমিত করতে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। ২৯ মে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় ভারসাই প্রাসাদে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রাশিয়া-ফ্রান্স সম্পর্কের তিনশ’ বছরপূর্তি পালনের সময় এ বৈঠক আয়োজন করা হচ্ছে। উদযাপনের অংশ হিসেবে ওই সময় ফ্রান্সে একটি প্রদর্শনী আয়োজন করা হবে। ১৭১৭ সালে রাশিয়ার জার পিটার দ্য গ্রেট প্রথম ফ্রান্স সফর করেছিলেন।

ফরাসি প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁ দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাত মাস আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে বিরোধের জের ধরে ফ্রান্স সফর বাতিল করেছিলেন। ফ্রাঁসোয়া বলেছিলেন, সিরিয়ার আলেপ্পোতে রাশিয়ার বিমান হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।

ম্যাক্রোঁ-পুতিন বৈঠকের আলোচ্য নিয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা সন্ত্রাসবাদ মোকাবিল এবং সিরিয়া ও ইউক্রেন সংকটের সমাধানের উপায় নিয়ে কথা বলবেন।

শুক্রবার ফ্রান্সে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্দার ওরলভ জানিয়েছিলেন, ম্যাক্রোঁকে নিয়ে মস্কোর ইতিবাচক মনোভাব রয়েছে। ম্যাখোঁকে তিনি খুব বুদ্ধিমান, বাস্তববাদী ও কর্মতৎপর হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমি মনে করি পূর্বসূরীর তুলনায় তার (ম্যাক্রোঁ) আদর্শিকভাবে তুলনা হয় না। তার সঙ্গে আমাদের আরও সামনে যাওয়ার সুযোগ রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর প্রতিদ্বন্দ্বী ডানপন্থী নেতা মেরিন লি পেনকে ক্রেমলিনে অভ্যর্থনা জানিয়েছিলেন পুতিন। তবে ম্যাক্রোঁ নির্বাচনে জয়ের পর অভিনন্দন বার্তায় পুতিন বলেছিলেন, দ্বিপক্ষীয় অবিশ্বাস কাটিয়ে ওঠার এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার দলে যোগ দেওয়ার আহ্বান জানান। সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ