X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

যাযাবরদের নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মন্তব্যেই হিগিন্সের জয়?

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৮, ২০:৪১আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২০:৪৩

আয়ারল্যান্ডে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাইকেল ডি হিগিন্স। বামপন্থী এই রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাক্সে গেছে ২৩ শতাংশ ভোট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে হিগিন্সের পেছনে ছিল তিনটি বৃহৎ আইরিশ রাজনৈতিক দলের সমর্থন। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া পিটার কেসি যাযাবরদের নিয়ে ‘উন্নাসিক’ মন্তব্য করার জেরে সমর্থন হারিয়েছেন। হিগিন্স ও তার স্ত্রী

প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে আলোচানায় ছিলেন ব্যবসায়ী পিটার ক্যাসি। তিনি পেয়েছেন ২৩ শতাংশ ভোট। ভোটের আগের দিন হওয়া জরিপের ফলাফলের চেয়েও তার প্রাপ্ত ভোটের সংখ্যা বেশি। কিন্তু ভোটের আগে কেসিকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল তার একটি মন্তব্যকে কেন্দ্র করে। ‘আইরিশ ট্রাভেলার’ নামে পরিচিত যাযাবর গোষ্ঠীটির সদস্যদের নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘তারা কর দেয় না ও সাধারণত অন্য মানুষের জমিতে তাঁবু টাঙিয়ে থাকে।’ আইরিশ ট্রাভেলারদের দেশটির সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে দেখা হয়। এমন জনগোষ্ঠীর সদস্যদের বিষয়ে কেসির মন্তব্য ভালো লাগেনি অনেকের।

আইরিশ ট্রাভেলারদের কল্যাণে কাজ করা সংগঠন পিভি পয়েন্টের ভাষ্য, কেসির পরাজয় পুরো আইরিশ রাজনীতির জন্যই একটি বার্তা। আইরিশ ট্রাভেলারদের মতো ছোট একটি জনগোষ্ঠীর মানুষের বিরুদ্ধে কেসি উন্নাসিকতা দেখিয়েছিলেন। হিগিন্সের সমর্থন যে এমনভাবে বেড়েছে, তার কারণ কেসির মন্তব্য।

তবে পিটার কেসি মনে করেন না আইরিশ ট্রাভেলার সংক্রান্ত মন্তব্যের জেরে তিনি ভোট হারিয়েছেন।
গত শুক্রবার আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। হিগিন্স জয়ী হওয়ার পর মন্তব্য করেছেন, প্রেসিডেন্সি কোনও একক ব্যক্তির বিষয় নয়। তিনি সব আইরিশের প্রেসিডেন্ট। হিগিন্সকে ভোট দেওয়ার মাধ্যমে আইরিশরা বেছে নিয়েছেন তারা দেশে-বিদেশে কীভাবে পরিচিত হতে চান। ৭৭ বছর কবি হিগিন্সের ভাষায় ‘বিভক্তি ও ভীতির সংস্কৃতির বদলে তারা চান আশাবাদের প্রচার।’

পিটার কেসি

/এএমএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে আছেন আর্চার-জর্ডান
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে আছেন আর্চার-জর্ডান
তীব্র তাপপ্রবাহের মধ্যেই সমাবেশ ডেকেছে বিভিন্ন রাজনৈতিক দল-সংগঠন
মহান মে দিবসতীব্র তাপপ্রবাহের মধ্যেই সমাবেশ ডেকেছে বিভিন্ন রাজনৈতিক দল-সংগঠন
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা