X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি চান না বাইডেন: ক্রেমলিন

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২১, ২০:৩৩আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:১৯

রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোনও আগ্রহ নেই মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বৃহস্পতিবার মস্কোর পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলায় সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ কথা জানালো ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের জেরে উভয় দেশের সম্পর্কে বড় ধরনের সংকট তৈরি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ায় কিছু দিন আগেই দেশটির শীর্ষ পুতিনবিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছে। কোনও রকমে প্রাণে বেঁচে এলেও এখন তিনি আবার কারাগারে। হাজার হাজার বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীদের ওপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে পুতিনকে তিনি ‘একজন খুনি’ হিসেবে মনে করেন কিনা, এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, ‘আমি (পুতিনকে খুনি) মনে করি।’

মার্কিন নির্বাচনে পুতিনের ‘হস্তক্ষেপের’ প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এজন্য পুতিনকে মূল্য দিতে হবে।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন বক্তব্য খুবই দুঃখজনক। এটি স্পষ্ট যে, তিনি চান না উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক থাকুক। আমরাও এখান থেকেই শুরু করবো।

বাইডেনের এমন মন্তব্যের জেরে বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে নিযুক্ত রুশ দূতকে মস্কোতে তলব করা হয়েছে। রুশ কূটনীতিতে এমন উদ্যোগ বিরল।

ওয়াশিংটনের রুশ দূতাবাস জানিয়েছে, সংকটে থাকা রুশ-মার্কিন সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ শনিবার রাশিয়া যাবেন।

বৃহস্পতিবার পেসকভ জানান, প্রয়োজন হলে আন্তনভকে পুতিনে নিজেই অভ্যর্থনা জানাবেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ