X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ইইউ’র মামলা টিকলো না আদালতে

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২১, ০১:২৭আপডেট : ১৯ জুন ২০২১, ০১:৩২

অ্যাংলো-সুইডিশ ওষুধ প্রস্তুকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা করোনাভাইরাসের টিকা সরবরাহের চুক্তির শর্ত লঙ্ঘন করার অভিযোগে মামলা দায়ের করে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। সেই টিকা সরবরাহের আইনি লড়াইয়ে অ্যাস্ট্রাজেনেকার কাছে হেরে গেলো ইইউ। জুনের মধ্যে সংস্থাটিকে ১২ কোটি টিকা সরবরাহের আদেশ দিতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ঠুকে দেয় ইইউ। কিন্তু ব্রাসেলসের আদালত মামলাটি খারিজ করে দেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুযায়ী সঠিক সময়ে ভ্যাকসিন সরবরাহ করতে না পারা নিয়ে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে অনেকে দেনদরবার হয় ইউরোপীয় ইউনিয়নের। টিকা না পাওয়ায় শেষ পর্যন্ত গড়ায় আদালতে। আদালত যেন অ্যাস্ট্রাজেনেকাকে আগামী জুন মাস শেষ হওয়ার আগেই ১২ কোটি ডোজ সরবরাহের আদেশ দেন। কিন্তু ইইউ’র পক্ষে রায় দেননি আদালত। আদালতের রায়ে সন্তোষ জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।

তবে অ্যাংলো-সুইডিশ প্রতিষ্ঠানটিকে ইউরোপের কাছে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ করতে সময় বেঁধে দিয়েছেন আদালত। অন্যথায় বিপুল অঙ্কের অর্থ জরিমানা গুনতে হবে অ্যাস্ট্রাজেনেকাকে।

শুক্রবার এক বিবৃতিতে আদালত জানিয়েছেন, ২৬ জুলাইয়ের মধ্যে ১ কোটি ৫০ লাখ ডোজ, ২৩ আগস্টের মধ্যে ১ কোটি এবং আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করতে হবে অ্যাস্ট্রাজেনেকাকে। সব মিলিয়ে ৫ কোটি ডোজ টিকা ই্‌উরোপীয় ইউনিয়নকে বুঝিয়ে দিতে হবে। অ্যাস্ট্রাজেনেকা বলছে, তারা ইতোমধ্যে ৭ কোটি ডোজ ইইউকে সরবরাহ করেছে।

ইউরোপের কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লিয়েন বলেন, অ্যাস্ট্রাজেনেকা চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।

গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে ৩০ কোটি ডোজ টিকা দেওয়ার চুক্তি করে অ্যাস্ট্রাজেনেকা। সে অনুযায়ী এপ্রিল-জুন কোয়ার্টারেই তাদের ১৮ কোটি ডোজ দেওয়ার কথা। তবে কোম্পানিটি জানায়, ইইউকে দেওয়া প্রতিশ্রুতির এক তৃতীয়াংশ টিকা সরবরাহ করা হবে। চুক্তি অনুযায়ী টিকা না পাওয়ায় ইউরোপে টিকাদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করে আসছে ইইউ।

/এলকে/
সম্পর্কিত
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!