X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সফটওয়্যার মুঘল জন ম্যাকএ্যাফির মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ০৩:০৩আপডেট : ২৪ জুন ২০২১, ০৩:২৯

স্পেনের বার্সেলোনার একটি কারাগার থেকে মার্কিন সফটওয়্যার মুঘল জন ম্যাকএ্যাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্পেনের একটি আদালত তাকে কর ফাঁকির অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় কারাগারে তার মরদেহ দেখতে পান কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

কাতালান বিচার বিভাগ জানিয়েছে, কারাগারের চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়। সবকিছু ইঙ্গিত করছে, ম্যাকএ্যাফি নিজেই নিজের জীবন নিয়েছেন। অর্থাৎ, তিনি আত্মহত্যা করেছেন। ম্যাকএ্যাফির আইনজীবীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রিজন সেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

২০২০ সালের অক্টোবরে স্পেনে গ্রেফতার হন জন ম্যাকএ্যাফি। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ উপার্জন সত্ত্বেও চার বছর ধরে ট্যাক্স রিটার্ন জমা না দেওয়ার অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ম্যাকএ্যাফি তার নিজের আয় তার মনোনীত অন্য লোকদের নানা অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত তিনি ট্যাক্স রিটার্ন জমা দেননি। এছাড়া তার বিরুদ্ধে বেনামে থাকা প্রমোদতরী এবং বাড়ি-জমির মতো সম্পদ গোপন করার অভিযোগ ছিল।

প্রযুক্তির জগতে বহুল আলোচিত ম্যাকএ্যাফি সবার নজর কাড়েন ১৯৮০-এর দশকে। তখন ম্যাকএ্যাফি ভাইরাসস্ক্যান নামে প্রথম বাণিজ্যিক এ্যান্টিভাইরাস সফটওয়্যার বাজারে ছাড়েন তিনি। পরে এটি শত শত কোটি ডলারের এক শিল্পে পরিণত হয়। অবশ্য পরে সেই ব্যবসা ইনটেল কোম্পানির কাছে বিক্রি করে দেন। তবে পরবর্তীতে নিজের উদ্যোগে বিভিন্ন সাইবার-সিকিউরিটি পণ্য তৈরি করছেন। তিনি নিজে বহুবার ট্যাক্স দেওয়ার ব্যাপারে উষ্মা প্রকাশ করেছিলেন। ট্যাক্স বিষয়টিকেই অবৈধ মনে করতেন এই সফটওয়্যার মুঘল। ২০১৬ ও ২০২০ সালে ম্যাকএ্যাফি লিবার্টারিয়ান পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার চেষ্টা করে ব্যর্থ হন।

ম্যাকএ্যাফির জন্ম যুক্তরাজ্যে। তার মা ইংরেজ এবং বাবা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনে থাকা একজন আমেরিকান সেনা। তার বাবা পরে অ্যালকোহল-আসক্ত এবং অত্যাচারী হয়ে পড়েন এবং নিজের গুলিতে আত্মহত্যা করেন। ম্যাকএ্যাফি নিজেও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এ্যালকোহল ও মাদকে আসক্ত হন। লকহিড মার্টিন কোম্পানিতে কাজ করার সময় তিনি প্রথম কম্পিউটার ভাইরাসের সঙ্গে পরিচিত হন। বের করেন কম্পিউটারগুলোকে ভাইরাসমুক্ত করার এক পদ্ধতি। তিনি নিজের নামে কোম্পানি চালু করে এর ব্যবসা শুরু করেন। পরে তিনি এই কোম্পানি ইনটেলের কাছে বিক্রি করে দেন ৭৬০ কোটি ডলারে। তার কোম্পানি এ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি করলেও ম্যাকএ্যাফি বলেছিলেন, তিনি নিজে কখনও তার পণ্য ব্যবহার করেননি।

এ নিয়ে তার মন্তব্য ছিল, ‘আমি সবসময়ই আক্রান্ত হচ্ছি, কিন্তু আমি কোনও সফটওয়্যার সুরক্ষা ব্যবহার করি না। আমি সব সময় আমার আইপি ঠিকানা পরিবর্তন করতে থাকি। কোনও ডিভাইসে আমার নাম দেই না এবং ভাইরাস ঢুকতে পারে এমন কোনও সাইটে আমি যাই না। আমি নিরাপদ কম্পিউটিং করি। কেউ আমাকে ই-মেইল করলে তাকে ফোন করে জেনে নেই তিনি আমাকে ই-মেইল করেছেন কিনা। তার আগে সেই মেইল খুলি না।’

/এমপি/
সম্পর্কিত
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, এখনও নিখোঁজ বহু মানুষ
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের নাম ‘আমেরিকা পার্টি’
সর্বশেষ খবর
মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের
মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের
‘মেসি ফুটবল খেলে খুশি’
‘মেসি ফুটবল খেলে খুশি’
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল