X
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
৮ আশ্বিন ১৪৩০

নেদারল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা ফেরত ৬১ জনের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৮:৪৫

নেদারল্যান্ডসে শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুটি ফ্লাইটের ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এরইমধ্যে তাদের সাত দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। কোভিডের উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগের মধ্যেই শনিবার এ খবর এলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

আমস্টারডামের শিফোল বিমানবন্দরে হাজির হওয়া যাত্রীর আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তাদের মধ্যে কেউ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকায় এরইমধ্যে এই ভ্যারিয়েন্টের বিস্তার, বিশেষ করে তরুণদের মধ্যে এর সংক্রমণ নিয়ে স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মাত্র দুই সপ্তাহের মধ্যে ওমিক্রন দেশটির সংক্রমণের চিত্রই বদলে দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক টুলিও ডি অলিভিয়েরা বলেছেন, এই ভ্যারিয়েন্টের মিউটেশনের ধারা অস্বাভাবিক এবং অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে এটি অনেক ভিন্ন। তার ভাষায়, ‘এই ভ্যারিয়েন্ট আমাদের অবাক করেছে। বিবর্তনের হিসেবে এবং পরবর্তী মিউটেশনের হিসাব করলে এটি কয়েক ধাপ লাফ দিয়েছে।’

এক সংবাদ সম্মেলনে অধ্যাপক অলিভিয়েরা বলেন, সব মিলিয়ে ৫০টি মিউটেশন রয়েছে যার মধ্যে ৩০টি মিউটেশেনই স্পাইক প্রোটিনে। অধিকাংশ টিকাই স্পাইক প্রোটিনের এই ভ্যারিয়েন্টগুলোকে আক্রমণ করে। ভাইরাসের যে অংশটি - রিসিপটর বাইন্ডিং ডোমেইন - আমাদের শরীরের কোষের সঙ্গে প্রথম সংযোগ ঘটায়, নতুন ভ্যারিয়েন্টে সেটির ১০টি মিউটেশন রয়েছে। ভয়াবহ ক্ষতিকর হিসেবে আলোড়ন তৈরি করা ডেল্টা ভ্যারিয়েন্টে এই মিউটেশন ছিল মাত্র দুইটি।

অনেকগুলো মিউটেশন থাকা মানেই যে তা ক্ষতিকর, তা নয়। কিন্তু মিউটেশনগুলো আসলে কী ক্ষতি করছে - তা জানা জরুরি। চিন্তার বিষয় হলো, চীনের উহানে উদ্ভূত ধরণের চেয়ে এটি অনেক ভিন্ন। এর অর্থ হলো, করোনাভাইরাস সংক্রমণ রোধে তৈরি হওয়া টিকা- যেগুলো মূল ধরণটি ব্যবহার করে বানানো হয়েছিল- নতুন ধরণের জন্য সমানভাবে কার্যকর নাও হতে পারে। সূত্র: এপি, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ নাইজার জান্তার
বোমা বিস্ফোরণে কাঁপলো সোমালিয়ার নিরাপত্তা চৌকি, সেনাসহ নিহত ১০
রাশিয়ায় নতুন নিষেধাজ্ঞা প্রশ্নে হাঙ্গেরির সতর্কবার্তা
সর্বশেষ খবর
নদী রক্ষায় সব সংস্থার সমন্বয় জরুরি
বিশ্ব নদী দিবস আজনদী রক্ষায় সব সংস্থার সমন্বয় জরুরি
পঁচাত্তরটি বীজ সংরক্ষণাগার নির্মাণ করবে সরকার
পঁচাত্তরটি বীজ সংরক্ষণাগার নির্মাণ করবে সরকার
ইংল্যান্ডের ‘দ্বিতীয় দলের’ কাছে হারলো আয়ারল্যান্ড
ইংল্যান্ডের ‘দ্বিতীয় দলের’ কাছে হারলো আয়ারল্যান্ড
সাংস্কৃতিক বিনিময় ভারত-বাংলাদেশ বন্ধনকে সুদৃঢ় করেছে: প্রতিমন্ত্রী
সাংস্কৃতিক বিনিময় ভারত-বাংলাদেশ বন্ধনকে সুদৃঢ় করেছে: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রের ভিসানীতি আগেও আমলে নেয়নি অনেক দেশ
যুক্তরাষ্ট্রের ভিসানীতি আগেও আমলে নেয়নি অনেক দেশ
কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা
কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা
কক্ষ ছাড়তে বলায় হলের গেটে তালা দিলেন ছাত্রলীগ নেত্রী
কক্ষ ছাড়তে বলায় হলের গেটে তালা দিলেন ছাত্রলীগ নেত্রী
ইউরোপীয় পর্যবেক্ষক না আসার ঘোষণায় অস্বস্তি আ.লীগে?
ইউরোপীয় পর্যবেক্ষক না আসার ঘোষণায় অস্বস্তি আ.লীগে?
পরিচয় মিলেছে লাগেজভর্তি টুকরো লাশের, ছেলে পলাতক স্ত্রী পুলিশ হেফাজতে
পরিচয় মিলেছে লাগেজভর্তি টুকরো লাশের, ছেলে পলাতক স্ত্রী পুলিশ হেফাজতে