তুরস্কের ইস্তানবুলের এক ব্যক্তি তার মক্কেলদের মার খেয়ে জীবিকা অর্জন করছেন। আর এই পেশায় তিনি রয়েছেন দীর্ঘ ১১ বছর ধরে।
২০১২ সাল থেকে লাইসেন্স নিয়ে মানসিক চাপ প্রশিক্ষক (স্ট্রেস কোচ) হিসেবে কাজ করছে হাসান রিজা গুনায়। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে তিনি জানিয়েছেন, তুর্কি কৌতুক অভিনেতা কেমাল সুনালের অভিনীত চলচ্চিত্র ‘সার্ক বুলবুলু’ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। ওই চলচ্চিত্রে কেমাল স্বেচ্ছায় মার খেয়েছেন।
এই চলচ্চিত্রের বিখ্যাত একটি বাক্য ‘মজলুমদের আমার কাছে নিয়ে এসো’-এর ভিত্তিতে হাসান রিজা গুনায় টাকার বিনিময়ে মার খাওয়া শুরু করেন। তার মক্কেলদের মধ্যে রয়েছেন নিয়োগকর্তা বা স্ত্রীর ওপর বিরক্ত বা ক্ষুব্ধ মানুষজন, যারা মানসিক চাপ থেকে মুক্তি চায়।
তিনি জানান, এমন মানুষদের কেউ মেডিটেশন করেন, কেউ চিৎকার করে। আর কিছু মানুষ আছেন যারা মানসিক চাপ থেকে মুক্তি পেতে কাউকে মারধর করতে চান।
গুনায় বলেন, আমার বেশিরভাগ মক্কেল বিষন্নতা বা প্যানিক অ্যাটাক কিংবা দৈনন্দিন রুটিনের কারণে অসহায়। অধিকাংশই নারী।
তিনি জানান, দিনে মাত্র দুই থেকে চারজন মক্কেল গ্রহণ করেন এবং গড়ে প্রতিটি সেশন ১০-১৫ মিনিটের হয়। তবে যে কারও বুকিংয়ের অনুরোধ তিনি গ্রহণ করেন না। বলেন, অনুরোধের বিষয়ে আমার মন থেকে সায় না পেলে তা গ্রহণ করি না।
গুনায় বলেন, আগ্রহ আছে এমন মানুষদের আমি স্ট্রেস কোচ হওয়ার প্রশিক্ষণ ও নতুন প্রজন্মের কাছে আমি গ্লাভস তুলে দিতে চাই।