X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ভাড়াটে বাহিনী গড়ে তুলতে চান কাদিরভ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩১

রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ বলেছেন, ইয়েভজেনি প্রিগোজিনের ওয়াগনার গ্রুপের মতো নিজের একটি বেসরকারি সামরিক কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। রবিবার তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মূল রাশিয়ার বাইরে ওয়াগনার ও অপর ভাড়াটে বাহিনীর উত্থান এবং সোভিয়েত আমলের সামরিক শৃঙ্খলা কাঠামোর কারণে কূটনীতিকদের আশঙ্কা বাড়ছে। তাদের মতে, এসব গোষ্ঠী কোনও এক সময় রাশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

ইউক্রেনে রুশ সেনাদের হয়ে যুদ্ধরত ওয়াগনার গ্রুপের কথা তুলে ধরে টেলিগ্রামে এক পোস্টে কাদিরভ বলেছেন, ইউক্রেনে তারা দারুণ ফল অর্জন করেছে এবং বেসরকারি সামরিক কোম্পানি এখন একটি প্রয়োজনীয়তা।

২০০৭ সাল থেকে চেচেন রিপাবলিকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কাদিরভ লিখেছেন, দেশের হয়ে আমার দায়িত্ব শেষ হবে তখন আমি আমাদের প্রিয় ভাই ইয়েভজেনি প্রিগোজিনের মতো একটি বেসরকারি সামরিক কোম্পানি গড়ে তোলার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমার মনে আমি এতে সফল হব।

ইউক্রেনে রাশিয়ার শীর্ষ সামরিক নেতাদের নিয়ন্ত্রণে না থেকে প্রধানত স্বশাসিতভাবে হিসেবে নিজেদের বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন কাদিরভ ও প্রিগোজিন। তারা দুজনেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। তবে তারা উভয়েই রাশিয়ার সামরিক নেতৃত্বের সমালোচনায় মুখ খুলেছেন।

দুই ব্যক্তি নিজেদের মধ্যে একটি কৌশলী জোটও গড়ে তুলেছেন। রুশ সেনাবাহিনীর শীর্ষনেতাদের সমালোচনায় একে অন্যকে সমর্থন করছেন তারা। একই সঙ্গে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

সম্প্রতি একাধিক ঘটনায় প্রমাণিত হয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন প্রিগোজিনের রাজনৈতিক প্রভাব হ্রাস করার দিকে এগোচ্ছে। তাকে নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা না করতে। একই সঙ্গে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তার নাম বা ওয়াগনার গ্রুপের কথা উল্লেখ করে সংবাদ প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
সর্বশেষ খবর
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ