X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
গাজার খবরে পক্ষপাতের অভিযোগ

নিউ ইয়র্ক টাইমসের কার্যালয়ে সংবাদকর্মীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৩, ১১:২৬আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১১:১৭

গাজায় ইসরায়েলি আগ্রাসনের খবর প্রচারে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের কার্যালয়ে বিক্ষোভ করেছে শত শত সংবাদকর্মীরা। তাদের দাবি, গাজায় যুদ্ধ পরিস্থিতির সঠিক খবর প্রকাশ না করে পক্ষপাতমূলক আচরণ করছে সংবাদমাধ্যমটি। এর প্রতিবাদে নিউ ইয়র্কের ম্যানহাটনে সংবাদমাধ্যমের প্রধান কার্যালয়ের সামনে ও লবিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ করেন তারা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এই খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

‘রাইটার্স ব্লক’ নামের একটি সংগঠন এ বিক্ষোভের আয়োজন করে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় সংগঠনটির কয়েকশ’ কর্মী ম্যানহাটনে নিউ ইয়র্ক টাইমসের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন। পরে প্রতিষ্ঠানটির লবিতে ঢুকেও স্লোগান দেন অনেকে। এ সংগঠনের কর্মীরা বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের বানানো নিউ ইয়র্ক টাইমসের একটি ব্যঙ্গ করা কপি হাতে আন্দোলন করতে দেখা গেছে। ওই কপির শিরোনাম ছিল ‘দ্য নিউ ইয়র্ক ওয়ার ক্রাইমস’। এতে গাজায় নিহত হাজারও মানুষের নাম লেখা ছিল। পরে নিহতদের নাম পড়ে শোনান বিক্ষোভকারীরা। যাদের মধ্যে ৩৬ জন সাংবাদিকও ছিল। এ তালিকায় প্রথমেই ছিল শিশুদের নাম।

বিক্ষোভের সময় ম্যানহাটনের রাস্তায় সাময়িক যানজট দেখা গেলেও এতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার খবর পাওয়া যায়নি। বিক্ষোভটি ‘শান্তিপূর্ণ’ ছিল উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমসের কর্মীদের কাছে একটি মেইল পাঠান প্রকাশনার কর্পোরেট নিরাপত্তা। মেইলে তিনি বলেন, ‘কোনও প্রবেশ পথ অবরুদ্ধ নয়।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের প্রাণ যায়। ওই দিন থেকে হাজায় নির্বিচার পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল কিংবা শরণার্থীশিবির—কোনকিছুই বাদ যায়নি। এতে এখন পর্যন্ত প্রায় ১১ হাজার মানুষ নিহত হয়েছে। যাদের প্রায় অর্ধেকই শিশু। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ।

/এএকে/
সম্পর্কিত
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
সর্বশেষ খবর
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু