X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
গাজার খবরে পক্ষপাতের অভিযোগ

নিউ ইয়র্ক টাইমসের কার্যালয়ে সংবাদকর্মীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৩, ১১:২৬আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১১:১৭

গাজায় ইসরায়েলি আগ্রাসনের খবর প্রচারে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের কার্যালয়ে বিক্ষোভ করেছে শত শত সংবাদকর্মীরা। তাদের দাবি, গাজায় যুদ্ধ পরিস্থিতির সঠিক খবর প্রকাশ না করে পক্ষপাতমূলক আচরণ করছে সংবাদমাধ্যমটি। এর প্রতিবাদে নিউ ইয়র্কের ম্যানহাটনে সংবাদমাধ্যমের প্রধান কার্যালয়ের সামনে ও লবিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ করেন তারা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এই খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

‘রাইটার্স ব্লক’ নামের একটি সংগঠন এ বিক্ষোভের আয়োজন করে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় সংগঠনটির কয়েকশ’ কর্মী ম্যানহাটনে নিউ ইয়র্ক টাইমসের কার্যালয়ের সামনে জড়ো হয়ে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন। পরে প্রতিষ্ঠানটির লবিতে ঢুকেও স্লোগান দেন অনেকে। এ সংগঠনের কর্মীরা বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের বানানো নিউ ইয়র্ক টাইমসের একটি ব্যঙ্গ করা কপি হাতে আন্দোলন করতে দেখা গেছে। ওই কপির শিরোনাম ছিল ‘দ্য নিউ ইয়র্ক ওয়ার ক্রাইমস’। এতে গাজায় নিহত হাজারও মানুষের নাম লেখা ছিল। পরে নিহতদের নাম পড়ে শোনান বিক্ষোভকারীরা। যাদের মধ্যে ৩৬ জন সাংবাদিকও ছিল। এ তালিকায় প্রথমেই ছিল শিশুদের নাম।

বিক্ষোভের সময় ম্যানহাটনের রাস্তায় সাময়িক যানজট দেখা গেলেও এতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার খবর পাওয়া যায়নি। বিক্ষোভটি ‘শান্তিপূর্ণ’ ছিল উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমসের কর্মীদের কাছে একটি মেইল পাঠান প্রকাশনার কর্পোরেট নিরাপত্তা। মেইলে তিনি বলেন, ‘কোনও প্রবেশ পথ অবরুদ্ধ নয়।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের প্রাণ যায়। ওই দিন থেকে হাজায় নির্বিচার পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল কিংবা শরণার্থীশিবির—কোনকিছুই বাদ যায়নি। এতে এখন পর্যন্ত প্রায় ১১ হাজার মানুষ নিহত হয়েছে। যাদের প্রায় অর্ধেকই শিশু। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ।

/এএকে/
সম্পর্কিত
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
সিসটিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া, ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত
সর্বশেষ খবর
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএল সরে গেলো আমিরাতে
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ