X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ডানপন্থিদের নেতৃত্বে জোট সরকারের পথে পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৪, ১১:৩৯আপডেট : ১১ মার্চ ২০২৪, ১১:৩৯

পর্তুগালের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে, মধ্য-ডানপন্থি ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি) পার্টি। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় ক্ষমতায় বসতে, চরম ডানপন্থী দল চেগার সঙ্গে জোট গঠন করতে হবে বলে জানিয়েছেন এডি নেতা লুইস মন্টেনিগ্রো। সোমবার (১১ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে সরকার গঠনে, সরকারবিরোধী দল হিসেবে পরিচিত চেগা নেতা আঁন্দ্রে ভেনচুরার সঙ্গে আলোচনা করতে অস্বীকার করেছিলেন মন্টেনিগ্রো।

এছাড়া মন্টিনিগ্রোর প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থী সোশ্যালিস্ট পার্টি (পিএস) নেতা পেদ্রো নুনো সান্তোস এডিকে সমর্থনের বিষয়টি নাকচ করে দেন। ফল ঘোষণার পর তিনি জানান, তার দল বিরোধী দল হিসেবে পার্লামেন্টে থাকবে।

রবিবারের নির্বাচনে ভোট দিয়েছেন ২০ লাখ পতুর্গীজ। পার্লামেন্টের ২৩০ আসনের মধ্যে ৪৮ টি আসন লাভ করে চেগা। এদিকে, ইনসুলার মাদেইরা অঞ্চলে এডি ও এর রক্ষণশীল মিত্ররা ৭৯ আসন পায়। পিএস পায় ৭৭টি আসন। পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত চেগা দলটি ২০১৯ সালে প্রথম আসন লাভ করে।

এদিকে, চেগা নেতা আন্দ্রে ভেনচুরা বলেন, রবিবার ভোটে এটাই স্পষ্ট হয় যে, পর্তুগিজরা এডি ও চেগা জোটকে সরকার হিসেবে দেখতে চায়। এর আগে তিনি বলেছিলেন,  মন্টিনিগ্রো যদি আলোচনায় অস্বীকৃতি অব্যাহত রাখেন তবে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দায়ী হবেন।

এ নির্বাচনের মাধ্যমে আট বছরের সমাজতান্ত্রিক শাসনের পর, ডান-পন্থিরা সংকীর্ণ বিজয়ের সুযোগ পেল। তবে বিদেশি ভোটারদের ভোট গণনার পর চারটি আসনের ফলাফল ঘোষণা করা হবে। তাই এখনও চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি। 

নভেম্বরে দুর্নীতির অভিযোগে সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা পদত্যাগ করার পর, আগাম এই নির্বাচনের আহ্বান জানানো হয়। কস্তা নিজে কোনও অপরাধে অভিযুক্ত না হলেও তিনি আর নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ৫০ বছর আগে, ফ্যাসিবাদী একনায়কত্বের পতনের পর, গণতন্ত্রে ফিরেছিল ইউরোপের এই দেশটি।

/এস/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’