X
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
২৯ মাঘ ১৪৩১

গাজায় ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি হামলার পর প্যারিসে ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ১৯:৩১আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২১:২৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফ্রান্সের রাজধানী প্যারিস পৌঁছেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) তিনি সেখানে পৌঁছান। গাজায় ওয়াশিংটনভিত্তিক একটি এনজিওর কর্মীদের ওপর ইসরায়েলি হামলার পর তিনি ফরাসি রাজধানীতে পৌঁছালেন। এই হামলার পর ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধে কঠোর অবস্থান নিতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার ব্রাসেলসে ন্যাটোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন ব্লিঙ্কেন। সেখানে যাওয়ার আগে প্যারিসে একাধিক বৈঠক করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্টিয়েন লেকর্নুর সঙ্গে একটি অস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করবেন। এরপর তিনি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টেফানে সেজর্ন ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি ম্যাক্রোঁ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবাজ অবস্থান নিয়েছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের সম্ভাব্য হারের আশঙ্কা করছেন তিনি। বিশেষ করে যুক্তরাষ্ট্র কিয়েভকে কোটি ডলারের সামরিক সহযোগিতা পাঠাতে ব্যর্থ হওয়ায় এই আশঙ্কা জোরদার হয়েছে।

ব্লিঙ্কেনের প্যারিস সফরের এজেন্ডায় ইউক্রেন গুরুত্ব পাবে। তবে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের এনজিওর কর্মীদের ওপর গাজায় ইসরায়েলি হামলা হয়ত প্রধান আলোচ্যতে পরিণত হতে পারে। 

এছাড়া সোমবার সন্দেহভাজন ইসরায়েলি হামলায় সিরিয়ার দামেস্কের ইরানি কনস্যুলেটের সাতজন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন সিনিয়র কমান্ডার রয়েছেন। ফলে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধির শঙ্কা রয়েছে।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফ্রান্স একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যালোচনার উদ্যোগ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে সহযোগিতার কথা বলা হয়েছে।

১৯৯৭ সালে ফ্রান্সের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। গত মাসে রমজান মাসে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ওয়াশিংটন। এতে প্রস্তাবটি পাস হয়।  

/এএ/
সম্পর্কিত
কাজাখস্তানের পার্লামেন্টে রুশ আদলে বিদেশি এজেন্ট আইন চালুর প্রস্তাব
রুশ ড্রোনে পশ্চিমা উপকরণ, পাচারে জড়িত চীন: এস্তোনিয়া
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় এবার উ. কোরিয়ার সমালোচনা
সর্বশেষ খবর
এবার টিভি পর্দায় ‘তুফান’  
এবার টিভি পর্দায় ‘তুফান’  
‘ডিসিপ্লিন সবার ঊর্ধ্বে, তবে অনন্তকাল তো সম্মান দেখানো হবে না’
বাটলার-সাবিনাদের ইস্যু‘ডিসিপ্লিন সবার ঊর্ধ্বে, তবে অনন্তকাল তো সম্মান দেখানো হবে না’
মাছ আকৃতির ১২ কেজি ওজনের মিষ্টি, কেজি দরে বিক্রি
বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলামাছ আকৃতির ১২ কেজি ওজনের মিষ্টি, কেজি দরে বিক্রি
এক মোটরসাইকেলে ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
সর্বাধিক পঠিত
শুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
শ্রমিকদের অসন্তোষ, যাত্রীদের দুর্ভোগশুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
বাড়িতে আগুনের পর কাফির আক্ষেপ‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত