রাশিয়ার দখলে থাকা ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজ্জিয়াতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এই ড্রোন হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনও ক্ষতি হয়নি। শুক্রবার (৫ এপ্রিল) কেন্দ্রটিতে ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির রুশ নিয়ন্ত্রিত পেস সার্ভিস এই দাবি করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-এর বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ নিয়ন্ত্রিত প্রেস সার্ভিস বলেছে, সম্প্রতি ইউক্রেনীয় সেনাবাহিনীর লড়াইয়ের ড্রোন জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওপর দিয়ে উড়েছে। নির্দিষ্টভাবে আজ কার্গো বন্দর ও নাইট্রোজেন-অক্সিজেন স্টেশনে ড্রোন শনাক্ত করা হয়েছে।
রাশিয়ার অভিযোগ সম্পর্কে ইউক্রেনের প্রকাশ্য কোনও মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সও স্বাধীনভাবে রাশিয়ার দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তিন বছরে গড়ানো যুদ্ধে অতীতে একে অপরের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ করেছে। কেন্দ্রটির ছয়টি চুল্লির একটিও সচল নেই।
পৃথক ঘটনায় ইউক্রেন নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া অঞ্চলে শুক্রবার দুপুরে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল। আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, জাপোজ্জিয়া শহরে একাধিক বিস্ফোরণ ঘটেছে। হতাহতও হয়েছে।
জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ছয়টি চুল্লি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রণক্ষেত্রের সম্মুখভাগের কাছাকাছি। চুল্লিগুলো সচল নয়, কিন্তু পারমাণবিক উপকরণ শীতল রাখতে ও বিপর্যয়কর দুর্যোগ এড়াতে বাইরের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়।