ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার (২৭ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। তাদের দাবি অনুসারে, ডনেস্ক অঞ্চলে একটি ও খারকিভে আরেকটি গ্রাম দখল করেছে রুশ সেনারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দৈনিক ব্রিফিংয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ডনেস্ক অঞ্চলে নেটাইলাভ গ্রাম ও খারকিভ অঞ্চলে আইভানিভকা গ্রাম মুক্ত করেছে রুশ সেনারা।
রাশিয়া ইউক্রেনে কোনও গ্রাম বা শহর করলে সেগুলো মুক্ত করা হয়েছে বলে দাবি করে।
রুশ সেনাদের গ্রাম দুটি দখলের দাবি ইউক্রেনে বাহিনীটির সাম্প্রতিক ভূখণ্ড দখলের সর্বশেষ অগ্রগতি।
দুই সপ্তাহ আগে খারকিভে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে রাশিয়া। যদিও সোমবার দখলের দাবি করা গ্রামটি রণক্ষেত্রে আরও পূর্বাঞ্চলে অবস্থিত। গত কয়েকমাস ধরে সেখানে লড়াই চলছে।
মার্কিন অস্ত্র হাতে পেতে অপেক্ষমাণ ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে রণক্ষেত্রে সুযোগ কাজে লাগাতে চাইছে তারা। ইউক্রেনীয় সেনাদের অস্ত্রের ঘাটতি দেখা দেওয়ার সুযোগে রণক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা।
রুশ সেনাদের দখলকৃত ভূখণ্ড পর্যালোচনার ভিত্তিতে এএফপি জানিয়েছে, গত ১৮ মাসের মধ্যে খারকিভে রুশ সেনাদের অগ্রগতি সবচেয়ে উল্লেখযোগ্য।
খারকিভে দ্রুত সামরিক শক্তি বাড়িয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার গ্রীষ্মকালীন আক্রমণের প্রথম ধাপ হতে পারে খারকিভের স্থল অভিযান।