X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বই পড়তে গিয়ে আটক চোর

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ১৯:১৫আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৯:১৫

চুরি করতে এসে বই পড়ায় মজে গেলো এক চোর। ভুলে গেলো ঠিক কি করতে এসেছিল সে। গ্রিক পুরানের ওই বইটিতে সে এতটাই মজেছিল যে, বাড়ির মালিকের কাছে ধরা পড়ে যেতো হলো জেলে। ইতালির রোমে এমনই মজার এক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাড়িটিতে চুরি করার সময় হঠাৎ তার চোখ পড়ে গ্রিক পুরানের ওই বইটিতে। চুরির মাঝেই বইটি হাতে নিয়ে কখন যে গ্রিক পুরানের দুনিয়ায় নিজেকে হারিয়ে ফেললো তা বুঝতেই পারেনি বইপ্রেমী ওই চোর। হুশ ফিরলো ধরা পড়ার পর।

ইতালির প্রাতি জেলার ওই বাড়িটিতে বেলকনি দিয়ে প্রবেশ করেছিল ৩৮ বছর বয়সী অভিযুক্ত। শোবার ঘরে বিছানার কাছে টেবিলে হোমারের ইলিয়াড বিষয়ক বইটি চোখে পড়ে তার।

বাড়িটির ৭১ বছর বয়সী মালিক জানিয়েছেন, ঘুম থেকে জেগেই অভিযুক্ত ওই চোরকে বই পড়ায় ডুবে থাকতে দেখেন।

বইপ্রেমী চোরের খবরটি ইতালিতে বেশ সাড়া ফেলেছে। এতে অভিভূত হয়েছেন বইটির লেখকও। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, ওই চোরকে বইটির একটি অনুলিপি পাঠাতে চেয়েছিলেন, যাতে সে তার পড়া শেষ করতে পারে।

ধরার পড়ার পর যে বেলকনি দিয়ে রুমে প্রবেশ করেছিল সেই একই বেলকনি দিয়ে তাৎক্ষণিক পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত ওই চোর। তবে মুহুর্তেই তাকে আটক করা হয়।

আটক হওয়ার পর পুলিশকে সে বলেছে, এক পরিচিতজনের সঙ্গে দেখা করতে ভবনটি বেয়ে উপরে উঠেছিল। তার কথায়, ‘ভেবেছিলাম, সেখানে একরাত থেকেই চলে যাবে। তবে বইটি দিকে চোখে পড়তেই পড়ার লোভ সামলাতে পারিনি। সেটি পড়তে শুরু করি।’

দ্য গডস অব সিক্স ও’ক্লক বইটির লেখক জিওভানি নুচ্চি। বইটি মূলত দেবতাদের চোখে হোমারের ইলিয়াডের একটি ব্যাখ্যা।

স্থানীয় সংবাদমাধ্যম মেসেজারোকে নুচ্চি বলেছেন, ‘অপূর্। যে ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়েছে তাকে আমি খুঁজে পেতে চাই এবং বইটি তাকে দিতে চাই। কেননা, এটি অর্ধেক পড়ার মধ্যেই তাকে আটক করা হয়ে থাকতে পারে। আমি চাই তিনি এটি পড়ে শেষ করুক।’

তিনি আরও বলেন, ‘এটি একটি পরাবাস্তব গল্প। আবার মানবিকও।’

আটকের সময় অভিযুক্ত ওই চোরের সঙ্গে থাকা একটি ব্যাগে কিছু দামি জামা-কাপড় পাওয়া যায়। ওইদিন সন্ধ্যায় একই ভবনের অন্য একটি বাসা থেকে সেগুলো চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নুচ্চি আরও জানান, তার প্রিয় দেবতা হার্মেস, যিনি চৌর্যবৃত্তির দেবতা। তিনি মজা করে বলেন, ‘একইসঙ্গে তিনি সাহিত্যেরও দেবতা। এটি একদম পরিষ্কার, সবকিছুই মিলে যায়।’

/এএকে/
সম্পর্কিত
এবার মানুষের ডিম্বাণু ও শুক্রাণুতে প্লাস্টিক কণার উপস্থিতির দাবি বিজ্ঞানীদের
ব্রিকসপন্থি দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের
ছয় মাসে তৃতীয়বার ট্রাম্প-নেতানিয়াহু সাক্ষাৎ: ঘনিষ্ঠতা নাকি উত্তেজনা?
সর্বশেষ খবর
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২
সাংবাদিক এহসান মাহমুদের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি
সাংবাদিক এহসান মাহমুদের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি
ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন না করতে প্রধান বিচারপতির কাছে আইনজীবীর আবেদন
ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন না করতে প্রধান বিচারপতির কাছে আইনজীবীর আবেদন
এবার মানুষের ডিম্বাণু ও শুক্রাণুতে প্লাস্টিক কণার উপস্থিতির দাবি বিজ্ঞানীদের
এবার মানুষের ডিম্বাণু ও শুক্রাণুতে প্লাস্টিক কণার উপস্থিতির দাবি বিজ্ঞানীদের
সর্বাধিক পঠিত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত