X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

মস্কোয় ইউক্রেনের ড্রোন, বিমান চলাচল স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৮

রাতভর মস্কোর আশপাশে অন্তত ১৫টি ড্রোন ভূপাতিতের দাবি করেছেন রাশিয়ার কর্মকর্তারা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)কর্মকর্তারা জানান, এই ড্রোন হামলায় একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। এতে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়। এর জেরে মস্কোতে ৩০টিরও বেশি ফ্লাইট স্থগিত করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এছাড়াও রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্ক এবং লিপেটস্ক অঞ্চলে ৬০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নররা। তবে সেসব এলাকায় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

ইউক্রেনের অভ্যন্তরীণ ড্রোন শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। রাশিয়ার জ্বালানি, সামরিক এবং পরিবহণ অবকাঠামোর উপর ড্রোন হামলা বৃদ্ধি করেছে কিয়েভ।

রাশিয়ার রিয়া সংস্থা জানিয়েছে, ঝুকোভো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। মস্কোর অন্যান্য বিমানবন্দরে ৩০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

রাতে মস্কো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রামেনস্কয়ে জেলায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত দুটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি ফ্ল্যাটে আগুন ধরে যায়। এই অঞ্চলে প্রায় আড়াই লাখ লোক বসবাস করে।

নিরাপত্তা সংস্থার সাথে সংযুক্ত রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে,বহুতল আবাসিক ভবন থেকে আগুন বের হচ্ছে। হামলায় পাঁচটি ফ্ল্যাট ধ্বংস হয়েছে।

তুলা অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি জ্বালানি ও শক্তি স্থাপনার ওপর পড়েছে। তবে স্থাপনার প্রযুক্তিগত প্রক্রিয়া প্রভাবিত হয়নি।

সেপ্টেম্বরের শুরুর দিকে চালানো ড্রোন হামলার ধারাবাহিকতায় এই হামলাগুলো চালিয়েছে ইউক্রেন। বিশেষ করে রাশিয়ার জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে।

হামলাগুলো এমন এক সময়ে চালানো হলো যখন পূর্ব ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। অবশ্য পশ্চিম সীমান্তেও ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ ঠেকাতে সংগ্রাম করছে তারা।

মস্কোয় হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকেই তা যাচাই করা যায়নি। আর ইউক্রেনের হামলার প্রকৃত ক্ষতির পরিমাণ প্রকাশ করেন না রুশ কর্মকর্তারা।

অবশ্য উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে।

/এস/
সম্পর্কিত
পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
সর্বশেষ খবর
ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা নাগরিক চট্টগ্রামে আটক
ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা নাগরিক চট্টগ্রামে আটক
ব্রাজিলের পছন্দের তালিকায় থাকা কোচ বরখাস্ত
ব্রাজিলের পছন্দের তালিকায় থাকা কোচ বরখাস্ত
খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক জনের মৃত্যু
খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক জনের মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার