আগামী সপ্তাহে ব্রিকস শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক অর্থ লেনদেনের জন্য একটি বিকল্প প্ল্যাটফর্ম গঠনের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছে রাশিয়া। এই প্ল্যাটফর্মটি পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব থেকে সুরক্ষিত থাকবে বলে রাশিয়া প্রত্যাশা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য ব্রিকসের শক্তি বৃদ্ধি করা। সম্প্রতি মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করেছে। পুতিন চান, বিশ্ব রাজনীতি ও বাণিজ্যে পশ্চিমের প্রভাবের পাল্টা একটি শক্তিশালী মঞ্চ হিসেবে ব্রিকসকে গড়ে তুলতে।
২২-২৪ অক্টোবর তারিখে কাজান শহরে অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনকে মস্কো পশ্চিমের রাশিয়াকে একঘরে করার প্রয়াসের ব্যর্থতার প্রমাণ হিসেবে তুলে ধরছে। দেশটি অন্যান্য দেশকে আহ্বান জানিয়েছে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য এবং মার্কিন ডলারের আধিপত্যের অবসান ঘটাতে।
রাশিয়ার অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তুত করা একটি নথি অনুযায়ী, ব্রিকসের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি নেটওয়ার্কের ভিত্তিতে নতুন অর্থ লেনদেন ব্যবস্থা গঠনের প্রস্তাব দেওয়া হচ্ছে। এই ব্যবস্থায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে জাতীয় মুদ্রা দ্বারা সমর্থিত ডিজিটাল টোকেন সংরক্ষণ ও স্থানান্তর করা হবে। এর ফলে মুদ্রাগুলো সহজে ও নিরাপদে বিনিময় করা সম্ভব হবে। যা ডলার লেনদেনের প্রয়োজনীয়তাকে দূর করবে।
রাশিয়া এই উদ্যোগকে বাণিজ্য পরিশোধে উদ্ভূত সমস্যা সমাধানের একটি উপায় হিসেবে দেখছে। কারণ স্থানীয় ব্যাংকগুলো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞার শিকার হওয়ার আশঙ্কা করছে।
ব্রিকসপ্লাস অ্যানালিটিক্স থিংক ট্যাংকের প্রতিষ্ঠাতা ইয়ারোস্লাভ লিসোভোলিক বলছেন, এই ধরনের একটি ব্যবস্থা প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও সময় লাগবে। গত বছর ব্রিকস সদস্যপদের উল্লেখযোগ্য সম্প্রসারণের পর ঐকমত্য অর্জন এখন আরও কঠিন।
রাশিয়ার প্রস্তুত করা নথিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পশ্চিমা স্বার্থ রক্ষা করার অভিযোগ আনা হয়েছে। বৈশ্বিক অর্থনীতির বিবর্তনকে আরও ভালোভাবে সেবা দিতে তাদের উন্নয়নের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ গত সপ্তাহে ব্রিকস সদস্যদের একটি আইএমএফের বিকল্প তৈরি করার আহ্বান জানান।
বাণিজ্য ও বিনিয়োগকে সহজতর করার অন্যান্য উদ্যোগের মধ্যে, রাশিয়া একটি ‘ব্রিকস ক্লিয়ার’ প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দিচ্ছে। যা সিকিউরিটিজ বাণিজ্যের নিষ্পত্তি করবে। নথিতে সদস্য দেশগুলোর ক্রেডিট রেটিং এজেন্সির মধ্যে আরও ভালো যোগাযোগের আহ্বান জানানো হয়েছে এবং একটি যৌথ রেটিং পদ্ধতির কথা বলা হয়েছে। যদিও একটি ব্রিকস রেটিং এজেন্সি গঠনের প্রস্তাব রাখা হয়নি। এর আগের আলোচনায় এটি অন্তর্ভুক্ত ছিল।
বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ হিসেবে রাশিয়া একটি ব্রিকস শস্য বাণিজ্য এক্সচেঞ্জ তৈরির আহ্বান জানিয়েছে। একটি মূল্য নির্ধারণকারী সংস্থার মাধ্যমে এটিকে সহযোগিতা করবে। এর মাধ্যমে কৃষি পণ্যের আন্তর্জাতিক মূল্যের জন্য পশ্চিমা বোর্সের বিকল্প তৈরি করা হবে।
তবে মস্কোকে প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কারণ গত সপ্তাহে প্রস্তুতিমূলক সভায় ব্রিকস রাষ্ট্রগুলো তাদের অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকারদের পরিবর্তে নিম্নস্তরের কর্মকর্তাদের পাঠিয়েছিল।
শীর্ষ সম্মেলনে রাশিয়া ব্রিকসের ৯টি সদস্য দেশ এবং ব্লকে যোগদানে আগ্রহী আরও প্রায় ১৫টি দেশের নেতাদের স্বাগত জানাবে বলে আশা করছে। এছাড়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
গত সপ্তাহে সাংবাদিকদের জানান ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ বলেছিলেন, ব্রিকস এমন একটি কাঠামো যেটিকে উপেক্ষা করা যায় না।