X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

কুরস্ক অঞ্চলে উ. কোরীয় সেনা মোতায়েনের কথা জানালো ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ২৩:৫৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২৩:৫৩

উত্তর কোরিয়ার সেনাদের রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে মোতায়েন এবং রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের অবস্থানের প্রথমবারের মতো নিশ্চিত করেছে ন্যাটো। সোমবার (২৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, কয়েক সপ্তাহের গোয়েন্দা রিপোর্টের পর এই মোতায়েনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সদ্য দায়িত্বপ্রাপ্ত ন্যাটো প্রধান এই মোতায়েনকে উল্লেখযোগ্য উত্তেজনা বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধের বিপজ্জনক সম্প্রসারণ হিসেবে উল্লেখ করেছেন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতির বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। কতজন উত্তর কোরিয়ার সেনা রাশিয়ায় পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, চলতি মাসের শুরুতে অন্তত ১ হাজার ৫০০ সেনা ইতোমধ্যে রাশিয়ায় পৌঁছেছে।

পিয়ংইয়ংয়ের সেনারা রাশিয়ায় সক্রিয় রয়েছে বলে রুটের সোমবারের বক্তব্য ছিল প্রথমবারের মতো ন্যাটোর আনুষ্ঠানিক স্বীকারোক্তি। তিনি জানান, উত্তর কোরিয়া ব্যবহার করার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েক মিলিয়ন রাউন্ড গোলাবারুদ রাশিয়ায় পাঠিয়েছে। এর প্রতিদানে পুতিন উত্তর কোরিয়াকে সামরিক প্রযুক্তি এবং অন্যান্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করবে। রুটে বলেছেন, এই অংশীদারিত্ব বিশ্ব শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ন করছে।

কুরস্কে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতির বিষয়টি পশ্চিমা দেশগুলোর রাজধানীতে উদ্বেগ সৃষ্টি করতে পারে। দুই মাস আগে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার পশ্চিমাঞ্চলে প্রবেশ করার পর থেকে মস্কো এবং কিয়েভের সেনাদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। রাশিয়া হাজার হাজার সেনা পুনরায় মোতায়েন করেছে, যা ইউক্রেনের অগ্রযাত্রা থামাতে ভূমিকা রেখেছে। অভিযানে কিয়েভের সেনারা প্রায় ২৫০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে। তবে পূর্ব ইউক্রেনে মস্কোর অগ্রগতি থামানোর প্রধান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

কুরস্কে উত্তর কোরিয়ার বাহিনীর আগমন কিয়েভের যুদ্ধরত সেনাদের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে। একজন সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, সোমবার পর্যন্ত প্রায় ৫ হাজার অভিজাত উত্তর কোরীয় সেনা সীমান্ত অঞ্চলে রাশিয়ার বাহিনীর সঙ্গে যোগ দিতে প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, তার সরকার জানে যে এই সেনারা শিগগিরই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে পারে।

পশ্চিমা নেতারা কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছেন যে, এ ধরনের পদক্ষেপ সংঘাতের ঝুঁকি বাড়াবে। গত সপ্তাহে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, এটি সংঘাতের উত্তেজনা বৃদ্ধির একটি পদক্ষেপ হবে।

উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ শুরুর করার। এই আক্রমণের পর মস্কো বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। চলতি বছরের শুরুর দিকে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে একটি চুক্তি হয়েছে। এতে তারা যেকোনো আগ্রাসনের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

যুক্তরাষ্ট্র বারবার অভিযোগ করে আসছে, পিয়ংইয়ং রাশিয়ায় প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার রয়েছে। তবে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, উত্তর কোরীয় সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধে কতটুকু সহযোগী ভূমিকা রাখতে পারবে। ভাষার বাধা ছাড়াও, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সাম্প্রতিক কোনও যুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা নেই।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
‘পারমাণবিক অস্ত্র কি পাকিস্তানের হাতে নিরাপদ?’ আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় ভারত
যুদ্ধবিরতির ঘোষণার পর লিবিয়ায় সংঘর্ষ কমছে
সর্বশেষ খবর
হাতিঝিলে চাঞ্চল্যকর চুরি: ৭৪ লাখ টাকা  উদ্ধার, কেয়ারটেকার গ্রেফতার
হাতিঝিলে চাঞ্চল্যকর চুরি: ৭৪ লাখ টাকা  উদ্ধার, কেয়ারটেকার গ্রেফতার
টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড প্রাইজমানি, বাংলাদেশ পাচ্ছে কত?
টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড প্রাইজমানি, বাংলাদেশ পাচ্ছে কত?
আচারি বেগুন ভর্তা বানানোর রেসিপি জেনে নিন
আচারি বেগুন ভর্তা বানানোর রেসিপি জেনে নিন
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক