X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

রাশিয়ার আরও গভীরে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬

রাশিয়ার অভ্যন্তরে কাজান শহরের আবাসিক ভবনগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শহরটি যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ থেকে এক হাজার কিলোমিটারেরও (৬০০ মাইল) বেশি দূরে অবস্থিত। এই হামলা প্রায় তিন বছর ধরে ইউক্রেনে চলা যুদ্ধকে এখন রাশিয়ার গভীরে নিয়ে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) পূর্বে অবস্থিত শহরটিতে, স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৭ টা ৪০ থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে তিনবার ড্রোন হামলা চালানো হয়েছে।

তাতারস্তান আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস জানায়, হামলায় আটটি ড্রোন ব্যবহার করা হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়, ড্রোনগুলো ছয়টি আবাসিক ভবন, একটি একটি শিল্প স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে একটি ড্রোনকে নদীর ওপর ভূপাতিত করে রুশ সেনারা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। নিরাপত্তা নীতি মেনে এই হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন।

টেলিগ্রামে রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়েতসিয়া জানিয়েছে, কাজান বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কিইভের সঙ্গে একটি ‘উচ্চ প্রযুক্তির যুদ্ধ’ প্রস্তাব করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ক্রমবর্ধমান আক্রমণের মধ্যেই এই হামলা করেছে ইউক্রেন।

শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

একই দিন, রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলের রিলস্ক শহরকে লক্ষ্যবস্তু করে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে করা এই আক্রমণে এক শিশুসহ ছয়জন নিহত হয়।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, শনিবার রাতভর ইউক্রেনে ১১৩টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো। এর মধ্যে ৫৭টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। আরও ৫৬টি ড্রোন আকাশে ‘হারিয়ে গেছে’।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, মধ্য ইউক্রেনে একটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অকেজো করার প্রয়াসে ইউক্রেনে ডজন খানেক ড্রোন দিয়ে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে মস্কো।

এদিকে, পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়াও। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা কোস্টিয়ানটিনোপোলস্কে গ্রামটি দখল করেছে। রাশিয়ায় এটি অস্ট্রোভস্কি নামে পরিচিত।

/এএকে/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার