X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

স্পেনের পথে নিখোঁজ ১০ হাজার অভিবাসনপ্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫

স্পেনে যাওয়ার পথে ১০ হাজার ৫৪৭ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছে বা নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে স্পেনভিত্তিক অভিবাসী অধিকার বিষয়ক সংস্থা কামিনদাদো ফ্রন্তেরাস। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এই তথ্য জানায় সংস্থাটি। এক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

এই সংস্থার মতে, ২০২৩ সালের তুলনায় চলতি বছর নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৫০ শতাংশেরও বেশি হয়েছে।

সংস্থাটির “রাইট টু লাইফ ২০২৪” প্রতিবেদনে বলা হয়, এই পথে স্পেন যাওয়ার চেষ্টা করার সময় দিনে গড়ে ৩০ জন মৃত্যুর মুখে ঢলে পড়ছে যা একটি রেকর্ড৷

প্রতিবেদনে আরও বলা হয়, “মৃতদের মধ্যে অন্তত ৪২১জন নারী ও এক হাজার ৫৩৮জন শিশু বা অপ্রাপ্তবয়স্ক।’

২০২৩ সালে গড়ে প্রতিদিন ১৮ জনের মৃত্যু হয়েছিল৷

বাঁচার অধিকার

সাগরে নৌকাডুবি ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর বিষয়ে কামিনদাদো ফ্রন্তেরাস বলেছে, ঝুঁকিতে থাকা ব্যক্তিকে উদ্ধারের দায়িত্ব ও মানুষের “বাঁচার অধিকার”-কে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এর চেয়ে বরং অভিবাসী নিয়ন্ত্রণের দিকটি বেশি প্রাধান্য পাচ্ছে৷

এক বিবৃতিতে সংস্থাটির প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো বলেন, মৃত্যুর ‘এই সংখ্যাগুলো আমাদের উদ্ধার ও সুরক্ষা ব্যবস্থাগুলোর গভীর ব্যর্থতাকে তুলে ধরে৷”

এক বছরে ১০ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “এই ট্র্যাজেডি মেনে নেওয়া যায়না৷”

বিপজ্জনক সমুদ্রপথ

সমুদ্রপথে স্পেনে যাওয়ার যতগুলো পথ রয়েছে তার মধ্যে আটলান্টিক সমুদ্রপথকে সবচেয়ে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছে কামিনদাদো ফ্রন্তেরাস। চলতি বছর এই পথে ৯ হাজার ৭৫৭ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর সংখ্যা বেড়েছে মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথেও।

আলজেরিয়া থেকে আসা ভূমধ্যসাগরের রাস্তাটিও বিপজ্জনক রাস্তার তালিকায় রয়েছো এই পথে প্রাণ হারিয়েছেন ৫১৭জন৷

স্পেনের স্বরাষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত নৌকায় চেপে ৫৭ হাজার ৭০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী স্পেনে এসে পৌঁছেছেন৷ এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি৷

এই অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই আটলান্টিক হয়ে এসেছেন৷

/এএকে/
সম্পর্কিত
ফ্রান্সে মসজিদে হামলা:  রাজনীতিকদের নিন্দা, পলাতক সন্দেহভাজন
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় নীল স্যুট পরে আলোচনায় ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতির ইঙ্গিত
সর্বশেষ খবর
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আবারও রিমান্ডে
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আবারও রিমান্ডে
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
বালু তোলায় হুমকিতে ৫০ কোটি টাকার সেতু
বগুড়ার আড়িয়াঘাট সেতুবালু তোলায় হুমকিতে ৫০ কোটি টাকার সেতু
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক