ফ্রান্সের জনপ্রিয় টিভি চ্যানেল সিএইট বন্ধের সিদ্ধান্ত বহাল রেখেছে দেশটির শীর্ষ প্রশাসনিক আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এ আদেশ দেয় আদালত। টিভি চ্যানেলটি বারবার মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ও নাবালকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বলে উল্লেখ করে, এতে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু ডানপন্থি রাজনীতিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সিএইট চ্যানেলটি ক্যানেল প্লাস গ্রুপের অংশ। রক্ষণশীল বিলিয়নিয়ার ভিনসেন্ট বোলোরের মিডিয়া সংস্থা ভিভেন্ডির মালিকানাধীন এটি। ফ্রান্সের সংবাদমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা এআর কম চ্যানেলটির ১০ বছরের লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১ মার্চ থেকে সম্প্রচার বন্ধ করবে চ্যানেলটি। এর লাইসেন্স অন্য একটি চ্যানেলকে দেওয়া হয়েছে।
রায়ে আদালত জানায়, সিএইট চ্যানেল বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও নাবালকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। লাভজনকও হতে পারেনি। এ কারণেই এআর কম আইনসঙ্গতভাবে এর লাইসেন্স বাতিল করেছে।
ডানপন্থি রাজনীতিকরা বিশেষ করে কট্টর ডানপন্থি বিরোধী নেত্রী মেরিন লে পেন এবং ক্ষমতাসীন রক্ষণশীলরাও আদালতের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।
চ্যানেল প্লাসও টিভি চ্যানেল বন্ধের আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, প্রায় ৪০০ কর্মী ও সরবরাহকারী চাকরি হারানোর ঝুঁকিতে আছেন। প্রতিদিন ৯ মিলিয়নেরও বেশি দর্শক চ্যানেলটি দেখতো বলেও উল্লেখ করেছে।
আদালতের এই রায় এমন এক সময় এসেছে, যখন ইউরোপে অনলাইন হোক বা টিভিতে কী বলা যাবে আর কী বলা যাবে না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রশ্ন তুলেছে।