রাশিয়া দাবি করেছে, দেশটির সেনাবাহিনী কুরস্ক অঞ্চলের শেষ কয়েকটি ইউক্রেনীয় ঘাঁটি উচ্ছেদের অভিযানে আরও একটি গ্রাম পুনর্দখল করেছে। শুক্রবার (১৪ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোঞ্চারোভকা গ্রামটি তাদের নিয়ন্ত্রণে এসেছে। এই গ্রামটি ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি বসতির মধ্যে একটি ছিল। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত বছরের ১০ আগস্ট ইউক্রেন রাশিয়ার পশ্চিমাঞ্চলে হঠাৎ হামলা চালিয়ে প্রায় ১০০টি বসতি দখল করে নেয়। ইউক্রেনের এই অভিযানের উদ্দেশ্য ছিল পূর্ব ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর ওপর চাপ তৈরি করা এবং আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করা। তবে রাশিয়া এবং তার মিত্র উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সমর্থনে ইউক্রেনের দখলকৃত এলাকা ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে। চলতি মাসে রাশিয়া ইউক্রেনের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে তাদের ওপর চাপ বাড়িয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে তার সেনা কমান্ডারদের নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব ইউক্রেনের শেষ সেনাদের উচ্ছেদ করতে হবে। পুতিন বলেছেন, ইউক্রেনীয় সেনাদের হয় আত্মসমর্পণ করতে হবে, নয়তো মৃত্যুবরণ করতে হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোঞ্চারোভকা গ্রামটি পুনর্দখলের মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে তাদের অভিযান আরও এক ধাপ এগিয়েছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনও এই দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।