X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ট্রাম্পকে সামান্য ছাড় দিয়ে ইউক্রেনে লক্ষ্য অর্জনে অনড় পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ২৩:৪৬আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২৩:৪৬

বিশ্লেষকদের মতে, ইউক্রেন সংকটে পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও ইউরোপ থেকে ওয়াশিংটনকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তবে ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় খুব কমই অবদান রাখছেন তিনি।

ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নয়ন এবং ইউরোপ থেকে ওয়াশিংটনকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে আরও একধাপ এগিয়েছেন। তবে ইউক্রেন সংকটে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় তার অবদান খুবই সামান্য বলে মনে করছেন বিশ্লেষকরা। 

মঙ্গলবার দুই নেতার দীর্ঘ টেলিফোন আলোচনার আগে যুক্তরাষ্ট্র বলেছিল, তারা ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য রাশিয়ার সম্মতি চাইবে। ইউক্রেন এই প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছিল। এটি সম্পূর্ণ শান্তি চুক্তির দিকে প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিলো। 

তবে পুতিন একটি খুবই সংকীর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, যেখানে রাশিয়া ও ইউক্রেন এক মাসের জন্য পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখবে। পুতিন এ বিষয়ে সতর্ক ছিলেন যে, ট্রাম্প যেন খালি হাতে ফিরে না যান: তিন বছরেরও বেশি সময়ের যুদ্ধে এটি প্রথমবারের মতো যে উভয় পক্ষকে এমনকি স্বল্প সময়ের জন্যও শত্রুতা কমাতে রাজি করানো হয়েছে। হোয়াইট হাউজ বলেছে, কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি এবং আরও সম্পূর্ণ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অবিলম্বে শুরু হবে। 

জ্বালানি স্থাপনা এবং সমুদ্রে হামলা বন্ধ করা উভয়ই ইউক্রেনের জন্য উল্লেখযোগ্য সীমাবদ্ধতা তৈরি করবে। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন রাশিয়ার তেল অবকাঠামোতে বড় ধরনের আঘাত হেনেছে, যা যুদ্ধের জন্য রাশিয়ার অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস। এছাড়া ইউক্রেন রাশিয়ার অনেক বড় নৌবাহিনীকেও আঘাত করেছে। 

তবে রাশিয়া এখনও স্থলভাগে তার সামরিক অভিযান চালিয়ে যেতে স্বাধীন। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে, যেখানে গত আগস্টে রুশ ভূখণ্ড দখল করে নেওয়া ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার কাছাকাছি পৌঁছেছে রাশিয়া। 

পুতিন একটি বিস্তৃত যুদ্ধবিরতির জন্য রাশিয়ার শর্তগুলো পুনর্ব্যক্ত করেছেন—কিয়েভ যেন এই যুদ্ধবিরতি ব্যবহার করে অস্ত্র মজুদ এবং আরও সেনা সংগ্রহ করতে না পারে। ইউক্রেন এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছে। 

লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের রাশিয়া বিশেষজ্ঞ নাইজেল গোল্ড-ডেভিস বলেছেন, পুতিন কার্যত বিস্তৃত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন এবং ট্রাম্প যদি রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর হুমকি বাস্তবায়ন না করেন, তাহলে তিনি এটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন না। 

ট্রাম্পের সহকারীরা এই ফোনালাপকে একটি সাফল্য এবং যুদ্ধবিরতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ফক্স নিউজের ‘হ্যানিটি’ প্রোগ্রামে বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে এই দুটি দিক—জ্বালানি ও অবকাঠামো যুদ্ধবিরতি এবং কৃষ্ণ সাগরে গোলাবর্ষণ স্থগিত—নিয়ে ঐকমত্য ছিল না। আজ আমরা সেখানে পৌঁছেছি এবং আমি মনে করি সেখান থেকে সম্পূর্ণ যুদ্ধবিরতির দূরত্ব খুবই কম।’ 

 

তবে ১৯৯০-এর দশকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে বিদেশে বসবাসরত পশ্চিমাপন্থি ব্যক্তিত্ব আন্দ্রেই কোজিরেভ ডোজড নিউজ চ্যানেলকে বলেছেন, ট্রাম্প কিছুই অর্জন করতে পারেননি। তিনি বলেন, ‘পুতিনের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া এবং আমেরিকাকে নাকে দড়ি দিয়ে টানা সম্পূর্ণরূপে তার স্বার্থে।’ 

ক্রেমলিনের ঘনিষ্ঠ একটি রুশ সূত্র রয়টার্সকে বলেছে, ‘পুতিন ট্রাম্পের ওপর চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন এবং যুদ্ধ চালিয়ে যাবেন। ইউক্রেনীয়রা পিছু হটবে এবং ধীরে ধীরে ভূখণ্ড ও মানুষ হারাবে।’ 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত রাখতে প্রস্তুত। তবে কয়েক ঘণ্টার মধ্যে উভয় পক্ষ একে অপরের ওপর নতুন হামলার অভিযোগ করেছে। 

বিশ্লেষকরা বলেছেন, একটি সীমিত জ্বালানি যুদ্ধবিরতি কার্যকর হলেও এটি পুতিনের পক্ষ থেকে একটি বড় ছাড় হবে না। ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলা বন্ধ করার বিনিময়ে তিনি রাশিয়ার কিছু বৃহত্তম তেল শোধনাগারে ঘন ঘন ড্রোন হামলা থেকে একটি বিরতি পাবেন। রয়টার্সের অনুমান অনুযায়ী, এ বছরের শুরু থেকে এই হামলাগুলো রাশিয়ার মোট শোধন ক্ষমতার ৩৩ লাখ টন বা ৪ শতাংশ ধ্বংস করেছে। 

কোজিরেভ বলেছেন, পুতিন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়ে কিছুই ছাড় দেননি। তিনি বলেন, ‘এটি অবশ্যই ট্রাম্প যা বলেছেন, যা তিনি দাবি করেছেন এবং ইউক্রেনীয়রা যা সম্মত হয়েছে, অর্থাৎ একটি (সম্পূর্ণ) যুদ্ধবিরতি, তার থেকে একেবারেই আলাদা। এটি নির্বাচিত লক্ষ্যবস্তুতে যুদ্ধবিরতি। এটি যা চাওয়া হয়েছিল, তা নয়।’ 

ফোনালাপের বিবৃতিতে ক্রেমলিন বলেছে, দুই নেতা যুদ্ধ শেষ করার জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছেন ‘দ্বিপাক্ষিক ফরম্যাটে’—এমন একটি পদ্ধতি যা ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্রদের জন্য উদ্বেগের কারণ। তারা আশঙ্কা করছে যে, ট্রাম্প পুতিনের সঙ্গে একটি চুক্তি করতে পারেন, যা তাদের পাশ কাটিয়ে যাবে এবং ভবিষ্যতে তাদের ঝুঁকির মধ্যে ফেলবে। 

ক্রেমলিন বলেছে, বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ‘বিশেষ দায়িত্ব’ বিবেচনায় নিয়ে দুই নেতা সম্ভাব্য সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র নিয়েও আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, পারমাণবিক অস্ত্র  বিস্তার ও নিরাপত্তা।

রাজনৈতিক বিশ্লেষক তাতিয়ানা স্তানোভায়া বলেছেন, ‘এটি অবশ্যই পুতিনের জন্য একটি বড় সাফল্য, যিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে ইউক্রেন সংঘাতের সরাসরি নির্ভরতা থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।’ 

গোল্ড-ডেভিস বলেছেন, এটি স্পষ্ট যে পুতিন, যিনি আমেরিকান কোম্পানিগুলোর সাথে লাভজনক ব্যবসায়িক চুক্তির সম্ভাবনাও দেখিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র এবং শুধু যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চান। এটি ওয়াশিংটনকে ন্যাটো মিত্রদের থেকে বিচ্ছিন্ন করতে তার প্রচেষ্টার অংশ।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
মাস্কের সমালোচনা করলেন গেটস, দিলেন ২০০ বিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
সর্বশেষ খবর
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ