X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

রাশিয়ার কৌশলগত বোমারু বিমানের ঘাঁটিতে ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৮:১৩আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৮:১৩

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার কৌশলগত বোমারু বিমান ঘাঁটি এঙ্গেলস-এ বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে আগুন লেগেছে বলে রাশিয়ার কর্মকর্তা ও মিডিয়া জানিয়েছে। যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দূরে অবস্থিত এই বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোর ভিডিওতে দেখা গেছে, বিমানঘাঁটি থেকে বড় ধরনের বিস্ফোরণ ছড়িয়ে পড়েছে, যা আশেপাশের কটেজগুলো ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ১৩২টি ইউক্রেনীয় ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। 

ভিডিওতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত কটেজগুলোর ওপর ধোঁয়ার একটি কুণ্ডলী উঠছে। সোভিয়েত আমলের শুরু থেকে বিদ্যমান এঙ্গেলসের এই ঘাঁটিতে রাশিয়ার টুপোলেভ টু-১৬০ পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ভারী কৌশলগত বোমারু বিমান মোতায়েন রয়েছে, যাকে অনানুষ্ঠানিকভাবে ‘হোয়াইট সোয়ান’ বলা হয়। 

সারাতোভের গভর্নর রোমান বুসারগিন বলেছেন, এঙ্গেলস শহরে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে, যাতে একটি বিমান ঘাঁটিতে আগুন লেগেছে এবং আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এঙ্গেলস ঘাঁটির কথা বিশেষভাবে উল্লেখ করেননি, তবে এটি এই অঞ্চলের প্রধান বিমান ঘাঁটি। 

এঙ্গেলস জেলার প্রধান ম্যাক্সিম লিওনভ বলেছেন, স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, তবে তিনি বিস্তারিত বিবরণ দেননি। রয়টার্স বিমান ঘাঁটিতে কী ঘটেছে তা স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি। 

ইউক্রেন ২০২২ সালের ডিসেম্বর থেকে এঙ্গেলস বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। জানুয়ারিতে তারা দাবি করেছিল যে, তারা এই ঘাঁটির জন্য একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে, যাতে একটি বড় আগুন লেগেছিল এবং তা নেভাতে পাঁচ দিন লেগেছিল। 

এক ইউক্রেনীয় নিরাপত্তা সূত্র তখন বলেছিল যে, ড্রোন হামলায় এঙ্গেলস ঘাঁটিতে গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা একটি গুদামে আঘাত হেনেছে। 

/এএ/
সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে