X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

রাশিয়ার কৌশলগত বোমারু বিমানের ঘাঁটিতে ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৮:১৩আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৮:১৩

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার কৌশলগত বোমারু বিমান ঘাঁটি এঙ্গেলস-এ বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে আগুন লেগেছে বলে রাশিয়ার কর্মকর্তা ও মিডিয়া জানিয়েছে। যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দূরে অবস্থিত এই বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোর ভিডিওতে দেখা গেছে, বিমানঘাঁটি থেকে বড় ধরনের বিস্ফোরণ ছড়িয়ে পড়েছে, যা আশেপাশের কটেজগুলো ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ১৩২টি ইউক্রেনীয় ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। 

ভিডিওতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত কটেজগুলোর ওপর ধোঁয়ার একটি কুণ্ডলী উঠছে। সোভিয়েত আমলের শুরু থেকে বিদ্যমান এঙ্গেলসের এই ঘাঁটিতে রাশিয়ার টুপোলেভ টু-১৬০ পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ভারী কৌশলগত বোমারু বিমান মোতায়েন রয়েছে, যাকে অনানুষ্ঠানিকভাবে ‘হোয়াইট সোয়ান’ বলা হয়। 

সারাতোভের গভর্নর রোমান বুসারগিন বলেছেন, এঙ্গেলস শহরে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে, যাতে একটি বিমান ঘাঁটিতে আগুন লেগেছে এবং আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এঙ্গেলস ঘাঁটির কথা বিশেষভাবে উল্লেখ করেননি, তবে এটি এই অঞ্চলের প্রধান বিমান ঘাঁটি। 

এঙ্গেলস জেলার প্রধান ম্যাক্সিম লিওনভ বলেছেন, স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, তবে তিনি বিস্তারিত বিবরণ দেননি। রয়টার্স বিমান ঘাঁটিতে কী ঘটেছে তা স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি। 

ইউক্রেন ২০২২ সালের ডিসেম্বর থেকে এঙ্গেলস বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। জানুয়ারিতে তারা দাবি করেছিল যে, তারা এই ঘাঁটির জন্য একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে, যাতে একটি বড় আগুন লেগেছিল এবং তা নেভাতে পাঁচ দিন লেগেছিল। 

এক ইউক্রেনীয় নিরাপত্তা সূত্র তখন বলেছিল যে, ড্রোন হামলায় এঙ্গেলস ঘাঁটিতে গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা একটি গুদামে আঘাত হেনেছে। 

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত ৪২
মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা ও এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা
সামগ্রিক যুদ্ধ সক্ষমতা যাচাই করতে ফিলিপাইন-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া
সর্বশেষ খবর
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অন্যতম প্রতিবন্ধকতা জনবলের ঘাটতি: গবেষণা
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অন্যতম প্রতিবন্ধকতা জনবলের ঘাটতি: গবেষণা
বাংলাদেশে পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার দাবি
বাংলাদেশে পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার দাবি
আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার
আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার
কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’