ইউক্রেনের আর্টিলারি হামলায় রাশিয়ার ছয়জন নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) চালানো হামলায় দুই সাংবাদিক ও তাদের চালকও নিহত হয়েছেন। তারা মস্কোর নিয়ন্ত্রণাধীন পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে কর্মরত ছিলেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইজভেস্টিয়া সংবাদমাধ্যমের যুদ্ধ সংবাদদাতা আলেক্সান্ডার ফেডরচাক, জভেজদা টেলিভিশন চ্যানেলের ক্যামেরা অপারেটর আন্দ্রেই পানভ ও চালক আলেক্সান্ডার সিরকেলি।
হামলায় আরেকজন জভেজদা সংবাদদাতা, নিকিতা গোলদিন গুরুতর আহত হয়েছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন, এটি কিয়েভের দ্বারা পরিচালিত একটি লক্ষ্যবস্তু আর্টিলারি হামলা।
তিনি আরও বলেন, এই হামলা উচ্চ-নির্ভুল এমএলআরএস গোলাবারুদের মাধ্যমে একটি পূর্বনির্ধারিত বেসামরিক গাড়িতে চালানো হয়, যেখানে সংবাদ প্রতিনিধিরা ছিলেন। তবে তিনি এ বিষয়ে কোনও প্রমাণ উপস্থাপন করেননি।
রয়টার্স স্বাধীনভাবে রুশ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় অফিস সময়ের বাইরে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
এই হামলার সময় সৌদি আরবে রুশ ও মার্কিন আলোচকরা তিন বছর ধরে চলমান যুদ্ধে আংশিক যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার আগ্রাসন চালিয়ে এই যুদ্ধ শুরু করেছিল।
রাশিয়ার সামরিক অভিযানের ওপর কঠোর তথ্য নিয়ন্ত্রণ থাকায় রুশ যুদ্ধ সাংবাদিকরা যুদ্ধ সংক্রান্ত সংবাদ প্রচারের মূল মাধ্যম হয়ে উঠেছেন।
সংবাদমাধ্যম ইজভেস্টিয়া জানিয়েছে, ফেডরচাক লুহানস্ক অঞ্চলে প্রবেশ করেছিলেন, এর আগে তিনি পাশের খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক এলাকা থেকে প্রতিবেদন করেছিলেন।
ইজভেস্টিয়া তাদের ওয়েবসাইটে বলেছে, লুহানস্কে ফেডরচাক ড্রোন অপারেশন সংক্রান্ত একটি প্রতিবেদন প্রস্তুত করছিলেন, তখন তাদের গাড়িটি হামলার শিকার হয়।
এর আগে জানুয়ারিতে ইউক্রেনে ইজভেস্টিয়ার একজন ফ্রিল্যান্স সাংবাদিক নিহত হন।
সোমবার আরেকজন রুশ সাংবাদিক, রাষ্ট্র-চালিত তাস সংবাদ সংস্থার এক সংবাদদাতা, ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আহত হন বলে জাখারোভা জানিয়েছেন।
যুদ্ধের প্রথম দিকে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-এর সরবরাহ করা তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে অন্তত ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।