X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

রুশ হামলায় জেলেনস্কির শহরে শিশুসহ নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:১০

ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ৯ জনই শিশু বলে জানিয়েছে  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় আরও ডজনখানেক মানুষ আহত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরে হামলা চালায় রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেন, একটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানে। রাশিয়া–ইউক্রেন সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

নিপ্রোপেত্রভক্সের গর্ভনর সেরহি লিসাক টেলিগ্রামে লিখেছেন, হামলায় আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, হতাহতদের একটি খেলার মাঠে পড়ে থাকতে দেখা গেছে। আর একটি ভিডিওতে দেখা যায়, একটি ১০ তলা আবাসিক ভবনের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং রাস্তায় মৃতদেহ পড়ে আছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে দাবি করেছে, ইউনিট কমান্ডার ও পশ্চিমা প্রশিক্ষকদের একটি বৈঠকস্থলে উচ্চ-নির্ভুলতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। রেস্টুরেন্টে ওই হামলায় ৮৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। তবে এর কোনও প্রমাণ তারা দেয়নি।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের ‘নিষ্ঠুর অপরাধ’ ঢাকতে। তারা জানিয়েছে, মস্কো একটি ইস্কান্ডার-এম ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার মধ্যে ক্লাস্টার ওয়ারহেড ছিল, যাতে হতাহতের সংখ্যা বাড়ে।

রাশিয়ার ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ক্রিভি রিহ-তে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি।

জেলেনস্কি সামাজিক মাধ্যমে লিখেছেন, এটি চালিয়ে যাওয়ার একমাত্র কারণ হলো, রাশিয়া যুদ্ধবিরতি চায় না, আমরা তা স্পষ্ট দেখতে পাচ্ছি।

ক্রিভি রিহের প্রতিরক্ষা প্রধান ওলেক্সান্দার ভিলকুল বলেন, একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত করে। এটি বাতাসে বিস্ফোরিত হয় যাতে আরও বেশি মানুষ আহত হয়। শিশুরা খেলার মাঠে বা তার আশেপাশেই মারা গেছে।

পরে ভিলকুল আরও বিস্ফোরণের খবর দেন। বলেন, শহরটি ‘গণহারে’ ড্রোন হামলার শিকার হয়েছে, যাতে অন্তত চারটি স্থানে আগুন ধরে যায়।

এই সপ্তাহের শুরুতেও ক্রিভি রিহ হামলার শিকার হয়েছিল, যেখানে শহরের কেন্দ্রে একটি ভবনে হামলা চালিয়ে চারজনকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইউক্রেনের শহর খারকিভে রুশ ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ক্রিভি রিহ পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে প্রায় ৭০ কিমি দূরে অবস্থিত। ৬ লাখ জনসংখ্যার এই শহরটিকে ইউরোপের দীর্ঘতম শহর হিসেবে গণ্য করা হয়।

/এস/
সম্পর্কিত
ইউক্রেনে লক্ষ্য অর্জনে রাশিয়ার পর্যাপ্ত শক্তি আছে: পুতিন
মালদ্বীপের প্রেসিডেন্টের ১৫ ঘণ্টার ম্যারাথন সংবাদ সম্মেলন
নাৎসি বাহিনী পতন দিবসের আয়োজনে রাশিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় গৃহবধূর মৃত্যু
ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় গৃহবধূর মৃত্যু
ইউক্রেনে লক্ষ্য অর্জনে রাশিয়ার পর্যাপ্ত শক্তি আছে: পুতিন
ইউক্রেনে লক্ষ্য অর্জনে রাশিয়ার পর্যাপ্ত শক্তি আছে: পুতিন
এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরীর পদত্যাগ
এবি ব্যাংকের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরীর পদত্যাগ
নওগাঁ আ.লীগের কার্যালয় থেকে যুবকের লাশ উদ্ধার
নওগাঁ আ.লীগের কার্যালয় থেকে যুবকের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?