X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার জন্য জেলেনস্কিকে দায়ী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৩:২১আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:২১

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রুশ বিমান হামলায় ৩৫ জন নিহত এবং ১১৭ জন আহত হওয়ার পরদিন সোমবার (১৪ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনি এমন কারও বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন না, যার ক্ষমতা আপনার চেয়ে ২০ গুণ বেশি। তারপর আশা করবেন অন্য কেউ আপনাকে কিছু মিসাইল দেবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও এই সংঘাতের জন্য দায়ী করেন ট্রাম্প।

রবিবার ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার হামলার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ হামলাকে চলতি বছরে এখন পর্যন্ত বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলা বলা হচ্ছে।

এর আগে ট্রাম্প রুশ হামলাটিকে ‘একটি ভুল’ বলে উল্লেখ করেছিলেন।

আর সোমবার ট্রাম্প বলেন, তিনজন মানুষের কারণে মিলিয়ন মানুষ নিহত হয়েছে। প্রথমত: পুতিন, দ্বিতীয়ত: বাইডেন, যনি জানতেন না তিনি কী করছেন এবং তৃতীয়ত জেলেনস্কি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে সব পক্ষ মিলিয়ে কয়েক লাখ মানুষ নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হয়। তবে এ সংখ্যা মিলিয়নে পৌঁছায়নি।

জেলেনস্কির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ইউক্রেনের নেতা ‘সবসময় মিসাইল কেনার চেষ্টা করছেন।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যখন আপনি যুদ্ধ শুরু করবেন, তখন আপনাকে নিশ্চিত হতে হবে আপনি তা জিততে পারবেন।

গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে উত্তপ্ত সাক্ষাতের পর থেকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে টানাপড়েন চলছে।

রাশিয়ার সর্বশেষ হামলার আগে এক সাক্ষাৎকারে জেলেনস্কি ট্রাম্পকে ইউক্রেনে এসে পরিস্থিতি দেখার আহ্বান জানান। যাতে তিনি পুতিনের সঙ্গে কোনও চুক্তি করার আগে বাস্তবতা বুঝতে পারেন।

সুমি শহরে রুশ হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন।

মস্কো বলেছে, তারা ইউক্রেনীয় সেনাদের এক বৈঠকে দুটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এতে ৬০ জন সেনা নিহত হয়েছে। তবে এর পক্ষে তারা কোনও প্রমাণ দেয়নি।

/এস/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
রাশিয়ার বিজয় দিবস প্যারেডে পুতিনের পাশে শি জিনপিং
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে আবারও ঢাকা মার্চ: নাহিদ ইসলাম
আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে আবারও ঢাকা মার্চ: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার