X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার জন্য জেলেনস্কিকে দায়ী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৩:২১আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:২১

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রুশ বিমান হামলায় ৩৫ জন নিহত এবং ১১৭ জন আহত হওয়ার পরদিন সোমবার (১৪ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনি এমন কারও বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন না, যার ক্ষমতা আপনার চেয়ে ২০ গুণ বেশি। তারপর আশা করবেন অন্য কেউ আপনাকে কিছু মিসাইল দেবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও এই সংঘাতের জন্য দায়ী করেন ট্রাম্প।

রবিবার ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার হামলার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ হামলাকে চলতি বছরে এখন পর্যন্ত বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলা বলা হচ্ছে।

এর আগে ট্রাম্প রুশ হামলাটিকে ‘একটি ভুল’ বলে উল্লেখ করেছিলেন।

আর সোমবার ট্রাম্প বলেন, তিনজন মানুষের কারণে মিলিয়ন মানুষ নিহত হয়েছে। প্রথমত: পুতিন, দ্বিতীয়ত: বাইডেন, যনি জানতেন না তিনি কী করছেন এবং তৃতীয়ত জেলেনস্কি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে সব পক্ষ মিলিয়ে কয়েক লাখ মানুষ নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হয়। তবে এ সংখ্যা মিলিয়নে পৌঁছায়নি।

জেলেনস্কির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ইউক্রেনের নেতা ‘সবসময় মিসাইল কেনার চেষ্টা করছেন।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যখন আপনি যুদ্ধ শুরু করবেন, তখন আপনাকে নিশ্চিত হতে হবে আপনি তা জিততে পারবেন।

গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে উত্তপ্ত সাক্ষাতের পর থেকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে টানাপড়েন চলছে।

রাশিয়ার সর্বশেষ হামলার আগে এক সাক্ষাৎকারে জেলেনস্কি ট্রাম্পকে ইউক্রেনে এসে পরিস্থিতি দেখার আহ্বান জানান। যাতে তিনি পুতিনের সঙ্গে কোনও চুক্তি করার আগে বাস্তবতা বুঝতে পারেন।

সুমি শহরে রুশ হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছেন।

মস্কো বলেছে, তারা ইউক্রেনীয় সেনাদের এক বৈঠকে দুটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এতে ৬০ জন সেনা নিহত হয়েছে। তবে এর পক্ষে তারা কোনও প্রমাণ দেয়নি।

/এস/
সম্পর্কিত
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
নিজ বিশ্ববিদ্যালয়ে পুলিশ কর্মকর্তার ছেলের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ২
খনিজ সম্পদ নিয়ে সই হলো কিয়েভ-ওয়াশিংটন সমঝোতা স্মারক
সর্বশেষ খবর
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা