X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

যেকোনও মুহূর্তে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৫, ২৩:০৮আপডেট : ০৪ মে ২০২৫, ২৩:০৮

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে যেকোনও মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার (৪ মে) চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জেলেনস্কি মস্কোর ওপর চাপ বাড়ানোর জন্য ইউক্রেনের মিত্রদের প্রতি আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

জেলেনস্কি বলেন, মস্কোর ওপর চাপ না বাড়ালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির জন্য কোনও বাস্তব পদক্ষেপ নেবেন না। যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার উপেক্ষা করার ৫৪তম দিন পার হয়েছে। আমরা মনে করি, যুদ্ধবিরতি যেকোনও মুহূর্তে সম্ভব, এমনকি আজ থেকেই শুরু হতে পারে। এটি অন্তত ৩০ দিন স্থায়ী হওয়া উচিত, যাতে কূটনীতিকে বাস্তব সুযোগ দেওয়া যায়। 

গত সপ্তাহে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ৮ থেকে ১০ মে পর্যন্ত তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। জেলেনস্কি এ ধরনের পদক্ষেপকে অর্থহীন আখ্যায়িত করে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রস্তাবনার আলোকে অন্তত ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানান। 

চেক সরকার ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে কিয়েভের শক্তিশালী সমর্থক হিসেবে কাজ করছে। দেশটি ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহের উদ্যোগ নেতৃত্ব দিচ্ছে। 

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ৯ মে বিজয় দিবসের কুচকাওয়াজে ট্যাংক প্রদর্শনের বদলে পুতিনের উচিত যুদ্ধ কীভাবে শেষ করা যায়, তা নিয়ে ভাবা। তিনি আরও বলেন, তিনটি জিনিস প্রয়োজন। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা, ইউক্রেনের জন্য চলমান সমর্থন এবং ইউরোপজুড়ে প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্য হারে বাড়ানো। রাশিয়াকে বুঝাতে হবে যে ইউরোপীয়রা নিজেদের রক্ষা করবে।

চেক প্রেসিডেন্ট পাভেল বলেন, যুদ্ধ শেষ করার জন্য রাশিয়া কোনও ইঙ্গিত দেয়নি। যুদ্ধ শেষ করার কার্ড যার হাতে আছে, তিনি হলেন প্রেসিডেন্ট পুতিন। তিনি একটি সিদ্ধান্ত নিলেই তা সম্ভব। কিন্তু এখন পর্যন্ত সেই ইচ্ছা দেখা যায়নি। 

চেক প্রজাতন্ত্রের সামরিক উদ্যোগের আওতায় ন্যাটো মিত্রদের অর্থায়নে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গোলাবারুদ সংগ্রহ করে ইউক্রেনে পাঠানো হচ্ছে। পাভেল ফেব্রুয়ারিতে বলেছিলেন, গত এক বছরে ইউক্রেন ১৬ লাখ রাউন্ড বড় ক্যালিবারের গোলাবারুদ পেয়েছে। জেলেনস্কি বলেন, ২০২৫ সালে এই কর্মসূচির আওতায় ইউক্রেন ১৮ লাখ গোলাবারুদ পেতে আশাবাদী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি এই উদ্যোগকে কার্যকর বলে অভিহিত করেন। তিনি বলেন, সামরিক বিমানচালনা, পাইলট প্রশিক্ষণ প্রসার এবং এফ-১৬ বিমানের বহর সমর্থন করতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

/এএ/
সম্পর্কিত
গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন আলোচনা
ভুতুড়ে শিবিরে রূপ নিচ্ছে পশ্চিম তীরের ক্যাম্পগুলো
পাকিস্তানে তেল-গ্যাস অনুসন্ধান করবে তুরস্ক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো