X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

জার্মানির সড়ক থেকে কার্ল মার্কসের নাম বাদ দেওয়ার দাবি

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৬, ২২:২০আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২২:২০

চ্যান্সেলর অ্যাঙ্গেলো মের্কেলের নেতৃত্বাধীন জার্মানির ক্ষমতাসীন ক্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) ইকোনমিক কাউন্সিল দেশটির সড়কগুলো থেকে কার্ল মার্কসের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। জার্মানির সংবাদমাধ্যম দ্য লোকাল এ খবর জানিয়েছে।

পূর্ব জার্মানির প্রায় সাড়ে পাঁচশ সড়কের নামকরণ করা হয়েছে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ ও কমিউনিস্ট ইশতেহারের অন্যতম লেখক কার্ল মার্কসের নামে। দুই জার্মানি একীভূত হওয়ার আগে পূর্ব জার্মানিতে কমিউনিস্ট শাসন ছিল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সিডিইউ নেতারা দাবি করেছেন,  পূর্ব জার্মানির রাজনৈতিক ও আর্থিকভাবে দেউলিয়া হওয়ার ২৫ বছরেরও বেশি সময় পার হয়েছে। এখন সময় সড়কগুলো থেকে কমিউনিস্ট দেবতাদের সরিয়ে ফেলার।

দলটির সাধারণ সম্পাদক উলফগাং স্টেইজার বিবৃতিতে বলেন, আমি বুঝতে পারি না কেনও আজও কিছু সড়ক তার (মার্কস) নামে নামকরণ করতে হবে।

সিডিইউ-এর একটি শাখা এই ইকোনমিক কাউন্সিল। এ সংগঠনটি মূলত অর্থনীতির বিশেষজ্ঞদের নিয়ে গঠিত। সংগঠনটি ক্ষমতাসীন দলকে অর্থনৈতিক নীতি সম্পর্কে পরামর্শ দেয়।

স্টেইজার দাবি করেন, কার্ল মার্কস ও তার সহকর্মী ফ্রেডরিখ এঙ্গেলস ‘তাদের আদর্শ দিয়ে মহৎ কিছুই করতে পারেননি’।

তবে বার্লিন ডাই লিঙ্কে (বামপন্থী দল)-এর রাজনীতিবিদ কাট্রিন লোম্পশের স্টেইজারের পরামর্শ শুনে হেসে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, রাজনৈতিকভাবে ইকোনমিক কাউন্সিলের পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না।

দলের অন্যরা কার্ল মার্কসের নাম সড়কগুলো থেকে বাদ দেওয়ার এ প্রস্তাবে রাজি হবেন না বলেও সংশয় প্রকাশ করেন তিনি। তিনি বলেন, মার্কস ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ দার্শনিক, শুধু জার্মানির জন্য নয়, সারাবিশ্বের মানবতার জন্য।

পূর্ব জার্মানিতে মার্কস ছাড়াও বিখ্যাত কমিউনিস্টদের নামে সড়কের নামকরণ করা হয়েছে। যেমন এঙ্গেলস ও রোজা লুক্সেমবার্গ।

উল্লেখ্য, কমিউনিস্টরা মার্কসকে উনবিংশ শতাব্দীর বিখ্যাত চিন্তাবিদ, দার্শনিক, সমাজবিজ্ঞানী ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে মনে করে।  ১৮১৮ সালের ৫ মে পূর্ব জার্মানিতে তিনি জন্ম গ্রহণ করেন এবং ১৮৮৩ সালে তার মৃত্যু হয়। সূত্র: দ্য লোকাল।

/এএ/

 

 

সম্পর্কিত
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত করতে যে শর্ত দিলো চীন
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়