X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের সরাসরি সম্প্রচারে যৌন হয়রানির শিকার ডয়চে ভেলে'র সাংবাদিক

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৮, ১৯:৫৭আপডেট : ২২ জুন ২০১৮, ২০:০৫

 রাশিয়ায় চলমান বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সময় যৌন হয়রানির শিকার হয়েছেন জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের নারী সাংবাদিক জুলিয়েথ গনজালেজ থেরান। মস্কো থেকে ডয়েচে ভেলের স্পেনিশ ভাষার সরাসরি সম্প্রচার চলার সময়ে এক ব্যক্তি আকস্মিক তাকে বুক চেপে ধরে চুমু খায়।

বিশ্বকাপের সরাসরি সম্প্রচারে যৌন হয়রানির শিকার ডয়চে ভেলে'র সাংবাদিক

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ঘটনার আকস্মিকতায় জুলিয়েথ চমকে গেলেও ক্যামেরার সামনে কথা বলা অব্যাহত রাখেন। এই সময় ওই ব্যক্তি পেছনের ভিড়ে আত্মগোপন করে। যৌন হয়রানির ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন।

গনজালেজ বলেন, ঘটনাস্থলে সম্প্রচারের জন্য আমি দুই ঘণ্টা ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় কোনও বিঘ্ন ঘটেনি। কিন্তু যখন আমরা সরাসরি সম্প্রচার শুরু করি, ওই ব্যক্তি পরিস্থিতির সুযোগ নেয়। পরে যখন আমি ওই ব্যক্তিকে খুঁজছিলাম, তখন পাইনি।

জার্মানির বুন্দেস লিগের প্রথম নারী রেফারি বিবিয়ানা স্টেইনহস জানান, জুলিয়েথের কষ্ট তিনি অনুভব করতে পারছেন। কারণ অতীতে এধরনের ঘটনা অনেক ঘটেছে। এমন ঘটনা গ্রহণযোগ্য নয়।

এই ঘটনার জন্য পুরুষকেন্দ্রিক খেলার সংস্কৃতিকে দায়ী করছেন জুলিয়েথ। তিনি বলেন, অনেক মানুষ মনে করেন সাংবাদিকরা এসব অনুষ্ঠানের একটু জৌলুস বাড়ান। কিন্তু আমরা পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করতে চাই।

এদিকে, একই ধরনের যৌন হয়রানির শিকার হয়েছেন আরও কয়েকজন নারী সাংবাদিক। বিশ্বকাপের সম্প্রচারের সময়েই জার্মানির আরেক সংবাদমাধ্যম জেডিএফের সাংবাদিক ক্লডিয়া নিউমান। এর আগে এপ্রিলে মেক্সিকোর মারিয়া ফার্নান্দো মোরা একদল উদযাপনকারী ভক্তের দ্বারা নিপীড়নের শিকার হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ