X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

৬৫ বছরের বেশি বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে না জার্মানি

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১, ০০:১৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০০:১৩
image

জার্মানির ভ্যাকসিন কমিটি জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কেবলমাত্র ৬৫ বছরের কম বয়সী মানুষদেরই দেওয়া উচিত। এর চেয়ে বেশি বয়সী মানুষদের বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার জানিয়েছে কমিটি। ইউরোপ জুড়ে টিকাটি ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত নেবে ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিগত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে গণহারে করোনা টিকা প্রয়োগে ব্যবহার হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। দেশটির সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, টিকাটি নিরাপদ এবং এটি উচ্চ মাত্রার সুরক্ষা দেয়। এদিকে টিকাটির সরবরাহ বিঘ্নিত হওয়ায় অ্যাস্ট্রাজেনেকা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিরোধ চলছে। ওই বিরোধের মধ্যে জার্মানি ৬৫ বছরের বেশি বয়সীদের টিকাটি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে অ্যাস্ট্রাজেনেকা জানায়, ইউরোপীয় ইউনিয়নকে এই বছরের প্রথমার্ধে ৬০ শতাংশ কম ভ্যাকসিন সরবরাহ করবে তারা। মার্চ মাসের শেষ নাগাদ ২৭টি দেশের এই অঞ্চলকে আট কোটি ডোজ টিকা সরবরাহের কথা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে উৎপাদন ঘাটতির ফলে এখন আপাতত তিন কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে ব্লকটি। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে, অক্সফোর্ডের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে অবশ্যই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এমন পরিস্থিতিতেই শেষ পর্যন্ত সরবরাহ সংকট কাটিয়ে উঠতে একযোগে কাজ করতে সম্মত হয় ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাস্ট্রাজেনেকা।

/জেজে/
সম্পর্কিত
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
বার্লিনে বাংলাদেশ চ্যান্সারির ভিত্তিপ্রস্তর স্থাপন
এগোচ্ছে রাশিয়া, খারকিভে দুটি অঞ্চলে পিছু হটলো ইউক্রেন
সর্বশেষ খবর
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের