X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দাবি করা শতাধিক কাশ্মিরি নেতা আটক

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪১
image

ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে স্বাধীনতা দাবি করা ১৩০ নেতাকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এক রাতের ভেতর এত বিশাল সংখ্যক কাশ্মিরিকে আটকে কারণ আসন্ন লোকসভা নির্বাচন। মে মাসের ওই নির্বাচনের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতেই সন্দেহভাজনদের আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সর্বপ্রথম গ্রেফতার করা হয়েছে কাশ্মিরি নেতা ইয়াসিন মালিককে। ইয়াসিন মালিক

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামাতে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারিয়েছে। হামলার পর জইশ-ই-মোহাম্মদ নামের জঙ্গি সংগঠন দায় স্বীকার করে। ভারত হামলার জন্য দায়ি করে পাকিস্তানকে। দেশটি সেনাবাহিনীকে দিয়েছে পাল্টা হামলা চালানোর স্বাধীনতা। অন্যদিকে পাকিস্তান মনে করে, গোয়েন্দা নজরদারিতে ভারতীয় সেনা কর্তৃপক্ষের ব্যর্থতাই এই হামলার জন্য দায়ি।

রয়টার্স মনে করে, আসন্ন লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কাশ্মির হয়ে উঠতে যাচ্ছে প্রধান ইস্যু। যেখানে কর্মসংস্থান ও কৃষক অসন্তোষ বিজেপি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পরিস্থিতি কিছুটা অসুবিধাজনক করে তুলেছিল, সেখানে এখন পুলওয়ামা হামলার দিকে সরে গেছে সবার মনোযোগ। হামলার ঘটনার পর মোদি দায়িদের বিরুদ্ধে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সেনাবাহিনীকে দিয়েছেন যেকোনও ব্যবস্থা গ্রহণের অনুমতি।

শনিবার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘নির্বাচনবিরোধী প্রচারণা বরদাশত করা হবে না। প্রদেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিচ্ছিন্নতাবাদী নেতাদের আটক করা হয়েছে।’ কাশ্মিরে মোতায়েন করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। পুলওয়ামা হামলার পর সেখানে নতুন করে পাঠানো হয়েছে আধা-সামরিক প্রায় ১০ হাজার সদস্য।

আটক নেতাদের বেশিরভাগই জামায়াতে ইসলামী (কাশ্মির) ও হুররিয়াত কনফারেন্সের সঙ্গে জড়িত। জামায়াতে ইসলামীর (কাশ্মির) নেতা আব্দুল হামিদ ফায়েজ ও হুররিয়াত কনফারেন্সের ইয়াসিন মালিক রয়েছেন আটককৃতদের মধ্যে।

এনডিটিভি লিখেছে, ভারতীয় সংবিধানের ধারা ৩৫এ সংক্রান্ত একটি মামলার শুনানি হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির আগেই জেলে ভরা হলো ইয়াসিন মালিককে। ৩৫এ ধারা জম্মু ও কাশ্মিরের বাসিন্দাদের নাগরিকত্ব ও নাগরিক অধিকারের সঙ্গে সম্পর্কিত বিধান। একটি এনজিও ধারাটিকে অবৈধ ঘোষণার আবেদন করেছে আদালতে।

আটকের ঘটনায় কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন, বিজেপির সাবেক সহযোগী ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি মনে করেন, সংশ্লিষ্টদের আটকের ঘটনা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলবে।

/এএমএ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ