X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে তুরস্ক: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৯, ২১:০৮আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:১২
image

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার ইচ্ছে প্রকাশ করেছেন। দুই দেশের মধ্যে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথাও বলেছেন। তুর্কি সংবাদমাধ্যম দ্য হুররিয়াত ডেইলি নিউজ লিখেছে, ভারতীয় বৈমানিককে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ইমরান খানের প্রশংসা করেছেন এরদোয়ান। ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে তুরস্ক: এরদোয়ান
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামাতে এক আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারায় দেশটির আধা-সামরিক বাহিনীর অন্তত ৪০ জন সদস্য। এর দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ ই মোহাম্মদ। ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। তাদের দাবি, জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে চালানো এ হামলায় বহু জঙ্গি মারা গেছে। এর জবাবে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বিমান পাঠায় ভারতনিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে। সেখানে দুই পক্ষের বিমানযুদ্ধের পর পাকিস্তানের হাতে আটক হন ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘উত্তেজনা প্রশমনে সদিচ্ছার প্রতীক’ হিসেবে তাকে মুক্তি দেন গত ১ মার্চ।
এরদোয়ান গত ২ মার্চ এক নির্বাচনি সভায় দেওয়া ভাষণে ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তুর্কি সংবাদমাধ্যম হুররিয়াত ডেইলি নিউজ সেই ভাষণে দেওয়া এরদোয়ানের বক্তব্য উদ্ধৃত করেছে, ‘আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে গত পরশু কথা বলেছি (২৮ ফেব্রুয়ারি)। ভারত পাকিস্তান উভয় দেশের সঙ্গেই তুরস্কের সম্পর্ক ভালো। উত্তেজনা বৃদ্ধি করা আর আগুনে ঘি ঢালার মতো কাজ করে কারও লাভ হবে না। উত্তেজনা প্রশমনে যে ভূমিকা রাখার সুযোগ আছে, তুরস্ক সে ভূমিকা রাখবে।’
পাকিস্তানভিত্তিক সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন রেডিও পাকিস্তানের বরাতে আরও জানিয়েছে। ধৃত ভারতীয় বৈমানিককে ফেরত দেওয়ায় এরদোয়ান ইমরান খানের প্রশংসা করেছেন এবং বলেছেন, ‘পাকিস্তানের জন্য আমাদের হৃদয়ে বিশেষ স্থান আছে।’
রবিবার (৩ জানুয়ারি) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মেও ভারতীয় বৈমানিককে মুক্তি দেওয়ার কারণে ইমরান খানের প্রশংসা করেন। উত্তেজনা প্রশমনে সদিচ্ছার স্বীকৃতি স্বরূপ ইমারন খানের এই ভূমিকার প্রশংসা করা হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে। পুলওয়ামা হামলার পর থেকে যেসব ঘটনা ঘটেছে সেসবের বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন ইমরান খান।

/এএমএ/
সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা